আরও পড়ুন: রাস্তা তো নয় যেন মাখন! দু’পাশে ঘন জঙ্গলের মধ্যে এ যেন বাইক রাইডারদের স্বর্গরাজ্য
সিউড়ি-১ ব্লকে অবস্থিত মহুলা পাচকাট প্রাথমিক বিদ্যালয়। সেখানেই মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। শেষে স্কুল পরিদর্শকের অফিসের এক কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁর আশ্বাসে বিক্ষোভ থামান গ্রামবাসীরা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাচকাট প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬ জন। তাদের অধিকাংশই রোজ স্কুলে আসে। কিন্তু ছাত্রছাত্রীরা এলেও বিদ্যালয়ে পড়াশোনা হয় না। এই প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ের শিক্ষক কৈলাস নন্দী বিদ্যালয়ে আসেন বারোটা নাগাদ। আবার বেরিয়ে যান দুটো-আড়াইটের মধ্যে। এছাড়াও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে প্রায় দিনই তিনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। অভিভাবকদের বিক্ষোভ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুখদী হেমব্রম জানান, কৈলাস নন্দী নামের ঐ শিক্ষক মাঝেমধ্যেই এগারোটার পরে আসেন। তাই সাধারণ মানুষ আজ বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে স্কুল ইন্সপেক্টর অফিসের কর্মী শুভদীপ সিনহা জানান, অভিভাবক ও গ্রামবাসীদের যাবতীয় বক্তব্য খতিয়ে দেখা হবে। এই বিষয়ে ওনাদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।
শুভদীপ পাল