TRENDING:

Birbhum News: শিক্ষকরা সময়ে স্কুলে আসেন না, প্রতিবাদে গেটে পড়ল তালা

Last Updated:

কোনদিনই সময়ে স্কুলে আসেন না শিক্ষকরা। এরই প্রতিবাদে সিউড়ির প্রাথমিক স্কুলে প্রবল বিক্ষোভ অভিভাবক ও গ্রামবাসীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: রোজ দেরিতে স্কুলে আসেন শিক্ষক-শিক্ষিকারা, আবার স্কুল ছুটি হওয়ার আগেই তাড়াতাড়ি বেরিয়ে যান! রাজ্য সরকারের নির্দেশকে থোড়াই কেয়ার করে এভাবেই চলছে সিউড়ির মহুলা পাচকাট প্রাথমিক বিদ্যালয়, এমনটাই অভিযোগ অভিভাবকদের। মঙ্গলবার শেষ পর্যন্ত অভিভাবক ও গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ ভাঙে। ক্ষোভে তাঁরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। দুই শিক্ষক-শিক্ষিকাকে ঢুকতেও দেননি স্কুলের ভেতর।
advertisement

আরও পড়ুন: রাস্তা তো নয় যেন মাখন! দু’পাশে ঘন জঙ্গলের মধ্যে এ যেন বাইক রাইডারদের স্বর্গরাজ্য

সিউড়ি-১ ব্লকে অবস্থিত মহুলা পাচকাট প্রাথমিক বিদ্যালয়। সেখানেই মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। শেষে স্কুল পরিদর্শকের অফিসের এক কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁর আশ্বাসে বিক্ষোভ থামান গ্রামবাসীরা।

advertisement

View More

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাচকাট প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৬ জন। তাদের অধিকাংশ‌ই রোজ স্কুলে আসে। কিন্তু ছাত্রছাত্রীরা এলেও বিদ্যালয়ে পড়াশোনা হয় না। এই প্রসঙ্গে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ের শিক্ষক কৈলাস নন্দী বিদ্যালয়ে আসেন বারোটা নাগাদ। আবার বেরিয়ে যান দুটো-আড়াইটের মধ্যে। এছাড়াও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে প্রায় দিনই তিনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। অভিভাবকদের বিক্ষোভ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুখদী হেমব্রম জানান, কৈলাস নন্দী নামের ঐ শিক্ষক মাঝেমধ্যেই এগারোটার পরে আসেন। তাই সাধারণ মানুষ আজ বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে স্কুল ইন্সপেক্টর অফিসের কর্মী শুভদীপ সিনহা জানান, অভিভাবক ও গ্রামবাসীদের যাবতীয় বক্তব্য খতিয়ে দেখা হবে। এই বিষয়ে ওনাদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শুভদীপ পাল

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: শিক্ষকরা সময়ে স্কুলে আসেন না, প্রতিবাদে গেটে পড়ল তালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল