West Bardhaman News: রাস্তা তো নয় যেন মাখন! দু'পাশে ঘন জঙ্গলের মধ্যে এ যেন বাইক রাইডারদের স্বর্গরাজ্য

Last Updated:

বাইক রাইডারদের জন্য পশ্চিম বর্ধমানের বুদবুদের এই রাস্তা আদর্শ। দু'পাশের ঘন জঙ্গলের বুক চিরে চলে গিয়েছে মসৃণ রাস্তা

+
title=

পশ্চিম বর্ধমান: যারা বাইক চালিয়ে লং ড্রাইভে যেতে ভালোবাসেন এই রাস্তা তাঁদের পছন্দ হতে বাধ্য। এ যেন পুরো মাখন! দু’পাশে ঘন সবুজ জঙ্গলের বুক ছেড়ে চলে গিয়েছে মসৃণ ঘন কালো এক ফালি রাস্তা। ১৫-১৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজা ও শান্তি পুরো অন্যরকম। পশ্চিম বর্ধমান বুদবুদে গেলেই পাবেন নৈশর্গিক শোভা আর সেইসঙ্গে এমন দুর্দান্ত রাস্তা।
এই রাস্তা দিয়ে বাইক চালানোর সময় মাঝেমধ্যে আপনার চোখে পড়বে ছোট ছোট দু-একটি গ্রাম। রাস্তার পাশে সুন্দর করে সাজানো আদিবাসীদের মাটির বাড়ি। তাদের দেওয়ালে নানা রঙের খেলা। যা আপনার বাইকযাত্রাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। যারা বাইক চালাতে গিয়ে স্পিড তুলতে ভালোবাসেন তাদের জন্য এই রাস্তায় খুব একটা সমস্যা হবে না। তবে রাস্তায় ছোটখাটো একাধিক বাঁক আছে। তাই পরিবেশের শোভা উপভোগ করতে করতে ধীরে ধীরে গাড়ি চালানোই ভাল।
advertisement
advertisement
খুব মসৃণ রাস্তা হলেও এখান দিয়ে অনেক সময় স্থানীয় গ্রামগুলির গবাদিপশুর দল রাস্তা পারাপার করে। সে দিকটিও নজরে রাখতে হবে। তাহলেই নিশ্চিন্ত হয়ে উপভোগ করতে পারবেন এই রাস্তা। সকালে বা বিকেল পেরিয়ে সন্ধে নামার মুহূর্তে পশ্চিম বর্ধমান বুদবুদের এই রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা অনবদ্য। তবে রাস্তার আশপাশে খুব একটা দোকান পাবেন না। তাই সঙ্গে জল রাখতে ভুলবেন না। যেহেতু জঙ্গল এলাকা তাই সন্ধে নামার আগেই ফিরে আসার চেষ্টা করবেন। তবে একটা অলস বিকেল কাটাতে চাইলে বা বাইক নিয়ে একটু নিশ্চিন্তে ঘুরতে চাইলে বুদবুদ থেকে প্রেমগঞ্জ যাওয়ার এই রাস্তায় একবার চলে আসতেই পারেন। আর যাইহোক দিনটা মন্দ যাবে না।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাস্তা তো নয় যেন মাখন! দু'পাশে ঘন জঙ্গলের মধ্যে এ যেন বাইক রাইডারদের স্বর্গরাজ্য
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement