অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, ওঁদেরকে দল থেকে আগেই বাইরে রাখা হয়েছিল। টিকিট পাবে না বলে অন্য দলে গিয়েছে।
আরও পড়ুন: ‘ব্যস্ত আছি…’, ইডিকে চিঠি দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! আর কী লিখলেন?
আরও পড়ুন: হঠাৎ পাল্টি খেলেন আরেক ‘তৃণমূল নেত্রী’! লড়বেন না পঞ্চায়েত ভোটে! নিলেন ‘বড়’ সিদ্ধান্ত
advertisement
বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কড়িধ্যা অঞ্চলের প্রাক্তণ উপ প্রধান উজ্জ্বল সিংহ, সিউড়ি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তণ পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায়, প্রাক্তণ পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য চট্টরাজ-সহ প্রায় দু’শোটি পরিবার এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
প্রাক পঞ্চায়েত নির্বাচন মুহূর্তে তৃণমূলের এই ভাঙন নিয়ে উঠেছে প্রশ্ন। ধ্রুব সাহা বলেন,” নবজোয়ার কর্মসূচিতে এরা ছিল৷ কিন্তু নবজোয়ার শেষ হতেই তৃণমূলে ভাটা শুরু হয়েছে। তাই সবাই বিজেপিতে এসে যোগদান করছেন।” অন্যদিকে বিষয়টি পাত্তা দিতে নারাজ তৃণমূল। বীরভূম জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন,”ওঁদের আগেই দল থেকে বাইরে রাখা হয়েছিল। টিকিট পাবে না বলে দল বদল করেছে।”
শুভদীপ পাল