তাকে ভর্তি করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়। সোমনাথ সৌ মাস্টার ডিগ্রির জন্য ভর্তি হতে চাইছেন। কিন্তু আদালতের নির্দেশের পরেও তাকে ভর্তি নেওয়া হচ্ছে না এবং দিনের পর দিন বিভিন্ন কারণ দেখিয়ে সময় পার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তাকে নতুন করে ভর্তি না নেওয়া এবং আরও পড়ুয়াদের বেশ কিছু সমস্যা নিয়ে তারা নতুন করে আন্দোলনে নেমেছেন।
advertisement
আরও পড়ুনঃ পোস্ত চাষ ঠেকাতে জেলা প্রশাসনের তৎপরতা, শুরু হল অভিযান
তাদের আন্দোলন বৃহস্পতিবার ১৬ দিনে পা দিল। তারা দাবি করেছেন যতক্ষণ না এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন। সোমনাথ সৌ জানিয়েছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে দিনের পর দিন তাকে বঞ্চনা করছেন। তাকে এখনো পর্যন্ত ভর্তি করা হয়নি এবং দিন কয়েক আগে জানিয়ে দেওয়া হয় তাদের এই সিদ্ধান্তের কথা।
আরও পড়ুনঃ বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন ১৫ দিনে, এরই মাঝে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ!
যদিও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক মাসের বেশি সময় আগে। এই পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ আদালত কোন ব্যবস্থা গ্রহণ করেন কি না তার দিকেই তিনি তাকিয়ে রয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তাদের আন্দোলন জারি থাকবে, কারণ আন্দোলনের মধ্য দিয়েই তারা তাদের দাবি-দাওয়া আদায় করবেন।
Madhab Das