TRENDING:

Birbhum News: স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

Last Updated:

প্রান্তিক রেল স্টেশনের ফুট ওভারব্রিজে রং করার সময় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শনিবার। ওই শ্রমিক ফুটওভার ব্রিজের রং করার সময় তিনি পিছলে পড়ে যান। ঘটনার পর তাকে তার সহকারী শ্রমিকরা উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : প্রান্তিক রেল স্টেশনের ফুট ওভারব্রিজে রং করার সময় মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শনিবার। ওই শ্রমিক ফুটওভার ব্রিজের রং করার সময় তিনি পিছলে পড়ে যান। ঘটনার পর তাকে তার সহকারী শ্রমিকরা উদ্ধার করে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শোকের ছায়া নেমে এসেছে ওই শ্রমিকের পরিবার এবং তার সহকর্মীদের মধ্যে। মৃত ওই শ্রমিকের নাম আনন্দ দাস বলে জানা গিয়েছে তার সহকর্মীদের থেকে। তিনি বীরভূমের পাঁরুই থানার অন্তর্গত হাটটিকরে গ্রামের বাসিন্দা।
advertisement

জানা যাচ্ছে তারা বেশ কয়েকদিন ধরে প্রান্তিক রেল স্টেশনের এই ফুট রেল ওভারব্রিজ রং করার কাজ করছিলেন। আজই তাদের এই রঙের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে এসে এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার সহকর্মীরা। মৃত ওই রং মিস্ত্রির এক সহকর্মী মানু দাস জানিয়েছেন, "আজই এই রং এর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যখন রং তার কাজ শেষের মুখে সেই সময় মৃত আনন্দ দাস যে বাঁশের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন সেটি কোন কারণবশত পিছলে যায়।

advertisement

আরও পড়ুনঃ পাম্প না করেই নলকূপ থেকে বের হচ্ছে জল! অবাক কাণ্ড সিউড়ির গ্রামে

তারপর সেটিকে তিনি ধরতে গেলে চলাচলের জন্য যে ইলেকট্রিক তার রয়েছে সেখানে শকসার্কিট হয়ে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে আমরা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে এলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।" যদিও এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের কোনরকম গাফিলতি ছিল না বলেও দাবি করেছেন মৃত ওই শ্রমিকের সহকর্মীরা। তাদের দাবি, অসাবধানতাবশতই এমন দুর্ঘটনা ঘটেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: স্টেশনে কাজ চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল