অন্যদিকে সদাইপুর থেকে উদ্ধার হয়েছে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৩০০ গ্রাম কমার্শিয়াল ব্রাউন সুগার। সাঁইথিয়া ও সদাইপুরের এই দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগের দিন নানুরের দুটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল ১০ টি বন্দুক ও ৩ ড্রাম ভর্তি তাজা বোমা। বীরভূমের নানান জায়গা থেকে বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: বন্দুকের পর বোমা, নানুর থেকে অস্ত্র উদ্ধার চলছেই
বৃহস্পতিবার সন্ধেয় বীরভূমের ডিএসপি অয়ন সাধু ও সিউড়ির সিআই কিশোর সিনহা চৌধুরীর নেতৃত্বে সাঁইথিয়া থানার ওসি বন্ধন দেউঘড়িয়া ও থানার অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়।
যদিও পুলিশের পক্ষ থেকে জেলার মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, সমস্ত বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করার বিষয়ে তৎপর আছেন তাঁরা। আগামী দিনে আরও এমন অভিযান চলবে।