Birbhum News: বন্দুকের পর বোমা, নানুর থেকে অস্ত্র উদ্ধার চলছেই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নানুরের রামকৃষ্ণপুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সেখানেই মূল রাস্তার উপর থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। এরপর রাতভর তল্লাশি চলে রামকৃষ্ণপুর সহ আশেপাশের বেশকিছু গ্রামে।
বীরভূম: ১০ টি বন্দুক উদ্ধারের পর এবার ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার হল সেই নানুর থেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে পরপর দুটি ঘটনায় প্রমাণ হল, নানুর বোমা-বন্দুকের আড়তে পরিণত হয়েছে। এই দুটি ঘটনায় শুধু নানুরের মানুষ নয়, গোটা বীরভূম জেলার মানুষই আতঙ্কে ভুগতে শুরু করেছেন।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নানুরের রামকৃষ্ণপুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সেখানেই মূল রাস্তার উপর থেকে ৩ ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। এরপর রাতভর তল্লাশি চলে রামকৃষ্ণপুর সহ আশেপাশের বেশকিছু গ্রামে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, সোর্স মারফত বুধবার খবর আসে কেউ বা কারা এলাকায় অশান্তি পাকানোর জন্য রামকৃষ্ণপুরে বিপুল তাজ বোমা মজুত করে রেখেছে। তারপরই অভিযান চলে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখেন গ্রামজুড়ে পুলিশে ছয়লাপ। কারণ সন্ধান করতে গিয়ে তাঁরা গোটা ঘটনা জানতে পারেন। ওই এলাকায় আর কোথাও বোমা রাখা আছে কিনা তা জানতে পুলিশের তল্লাশি অভিযান জারি আছে।
advertisement
এদিকে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে। উল্লেখ্য, এর কয়েক ঘণ্টা আগেই নানুর থেকে ১০ টি বন্দুক ও ২১ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পরপর এই দুটি ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে ভয়ের কিছু নেই বলে পুলিশের পক্ষ থেকে নানুরবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 3:11 PM IST