Birbhum News: বীরভূমে দুই দুষ্কৃতীর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, আতঙ্কে কাঁপছে জেলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
কাঁখুরিয়া মোড়ে নাকা চেকিংয়ের সময় জাপান মল্লিক ও রাজেশ শেখ নামে দুই দুষ্কৃতী ধরা পড়ে। তাদের জেরা করে নানুরের বিভিন্ন জায়গা থেকে ১০ টি আগ্নেয়াস্ত্র ও ২১ টি কার্তুজ উদ্ধার হয়।
বীরভূম: নানুর থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। সেই সঙ্গে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বীরভূমজুড়ে।
লাল মাটির দেশ বীরভূমে নানুর বরাবরই উত্তেজনাপ্রবণ এলাকা। প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক সংঘর্ষ এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই নানুরেই হানা দেয় পুলিশ। কাঁখুরিয়া মোড়ে নাকা চেকিংয়ের সময় জাপান মল্লিক ও রাজেশ শেখ নামে দুই দুষ্কৃতী ধরা পড়ে। তাদের জেরা করে নানুরের বিভিন্ন জায়গা থেকে ১০ টি আগ্নেয়াস্ত্র ও ২১ টি কার্তুজ উদ্ধার হয়। ধৃতদের আদালতে তুললে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
advertisement
আরও পড়ুন: পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে গ্রন্থাগার তৈরি করল বিএসএফ, দেওয়া হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ট্রেনিং
advertisement
এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যেয় বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান , আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত দু'জনের মধ্যে জাপান মল্লিকের বাড়ি নানুরেরই নবস্তা গ্রামে। আরেক দুষ্কৃতী রাজেশ শেখের বাড়ি নানুরের বেড়ু গ্রামে। ধৃতদের কাছে থেকে উদ্ধার হওয়া ১০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১ টি ছোটো পাইপ গান ও ৫ টি দেশি পিস্তল ও ৪ টি মাস্কেট। এছাড়াও উদ্ধার হয়েছে ২১ টি কার্তুজ। এই আগ্নেয়াস্ত্র কী কারণে মজুত করা হয়েছিল তা জানার জন্য তদন্ত চলছে বলে পুলিশ সুপার জানান। আর কোথাও এই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে কিনা তা জানতেও লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন এসপি।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 2:56 PM IST