TRENDING:

Birbhum: সাত মাস ধরে বেতন পাচ্ছেন না ইরিগেশন কলোনির সিকিউরিটিরা

Last Updated:

ইরিগেশন ও ওয়াটার ওয়েস-এর নিরাপত্তার জন্য বীরভূমের সিউড়ির ইরিগেশন কলোনি, রামপুরহাট কলোনি এবং ম্যাসাঞ্জোর জলাধারে মোট ৮০-৮৫ জন সিকিউরিটির দায়িত্বে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : ইরিগেশন ও ওয়াটার ওয়েস-এর নিরাপত্তার জন্য বীরভূমের সিউড়ির ইরিগেশন কলোনি, রামপুরহাট কলোনি এবং ম্যাসাঞ্জোর জলাধারে মোট ৮০-৮৫ জন সিকিউরিটির দায়িত্বে রয়েছেন। এর মধ্যে সিউড়ি ইরিগেশন কলোনিতে রয়েছেন ২৬ জন। এরা প্রত্যেকেই একটি বেসরকারি সংস্থার আওতায় এখানে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। কিন্তু এই সকল কর্মীরা গত সাত মাস ধরে তাদের বেতন পাচ্ছেন না বলে দাবি করেছেন। গত সাত মাস ধরে বেতন না পাওয়ার কারণে পুজোর আগে চরম অসহায় অবস্থায় রয়েছেন তারা।
advertisement

এমন পরিস্থিতিতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে না পেরে বৃহস্পতিবার ময়ূরাক্ষী হেডকোয়ার্টার ডিভিশন সিউড়িতে অবস্থান বিক্ষোভ পড়েন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে বেতন আটকে থাকায় তাদের স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। চারদিকে ধার দেনা হয়ে যাচ্ছে। পুজোর আগে এই টাকা না পাওয়া গেলে ছেলেমেয়েদের জামা কাপড় কিনে দেওয়া পর্যন্ত সম্ভব হবে না।

advertisement

আরও পড়ুনঃ পুজোর খরচ বাড়লেও নতুনত্ব আনতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা

বেতন বাকি থাকা নিয়ে এই সেচ কলোনিতে এর আগেও বিক্ষোভ এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় সিউড়ির জয়দেব মাল নামে এক যুবক ২০২০ সালে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিলেন। এই ঘটনার পরেও টনক নড়েনি কর্তৃপক্ষের বলে অভিযোগ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত অস্থায়ী নিরাপত্তা কর্মীদের। এদিন বিক্ষোভ দেখানোর পর তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের জন্য সাত দিন অপেক্ষা করবেন বলে জানিয়েছেন এবং তারপরেও যদি বেতন না পান তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ শিক্ষক দিবসে ২০১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা

অন্যদিকে বেতন বাকি থাকার পরিপ্রেক্ষিতে ময়ূরাক্ষী হেডকোয়ার্টার ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ দাস কার্যত স্বীকার করে নিয়েছেন, ফান্ড না থাকার কারণেই এই সকল অস্থায়ী নিরাপত্তা কর্মীদের বেতন বাকি থেকে গিয়েছে। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফান্ড না আসার কারণে তারা সংস্থাকে পেমেন্ট করতে পারেননি। সংস্থাকে পেমেন্ট করতে না পারার কারণেই হয়তো ওই সংস্থা তাদের পেমেন্ট করেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: সাত মাস ধরে বেতন পাচ্ছেন না ইরিগেশন কলোনির সিকিউরিটিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল