Birbhum: শিক্ষক দিবসে ২০১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা

Last Updated:

আজ শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুরেও পালন করা হচ্ছে তাঁর জন্মদিন বা শিক্ষক দিবস। শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান দেখা যায়।

+
title=

#বীরভূম : আজ শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সারা দেশের সঙ্গে বীরভূমের দুবরাজপুরেও পালন করা হচ্ছে তাঁর জন্মদিন বা শিক্ষক দিবস। শিক্ষক দিবসে বিভিন্ন জায়গায় শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান দেখা যায়। তবে এর উল্টো পুরাণ দেখা গেল বীরভূমের দুবরাজপুর শহরে। যেখানে শিক্ষক দিবস পালন করার পাশাপাশি ২০১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক বছর দুবরাজপুর শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। গত দু'বছর করানোর কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ ছিল।
চলতি বছর দুবরাজপুর পৌরসভার হল ঘরে মহাসমারোহে পালন করা হয় শিক্ষক দিবস। প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ব্যক্তিগন তাঁদের ভাষণে সর্বপল্লী রাধাকৃষ্ণানের বিভিন্ন স্মরণীয় কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তারপর শুরু হয় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুনঃ উৎসবের আগে অসহায় কৃষিজীবীরা, কীভাবে কাটবে দুর্গা পুজো!
১৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি এবছর ৭৫% নম্বর পেয়ে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছে এরকম ২০১ জন ছাত্রছাত্রী হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। তাঁদের রৌপ্যপদক ও মানপত্র দেওয়া হয়। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানান, ২০০৩ সাল থেকে তিনি দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস অনুষ্ঠান চালু করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্ধ পাথর শিল্প, সমস্যায় প্রচুর মানুষ, কারণটা কী?
অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সংবর্ধনার প্রদান করা হয়। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ প্রত্যেক ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হত। কিন্তু এ বছর পাশের হার বেড়ে যাওয়ায় ৭৫% এর ওপর নম্বর যারা পেয়েছে তাঁদেরকেই সংবর্ধনা দেওয়া হয়। এই বছর ছাত্রছাত্রীরা রৌপ্যপদক মানপত্র দেওয়া হয়েছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: শিক্ষক দিবসে ২০১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement