আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
তবে গত কয়েক মাস ধরে তাকে একপ্রকার নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। তাকে নিষ্ক্রিয় দেখে অনেকেই মনে করছিলেন তাহলে হয়তো এবার ভুবন বাদ্যকরের জামানা শেষ। কিন্তু তা নয়। কালীপুজোর মরশুম আসতেই ভুবন বাদ্যকর নতুন করে একটি গান নিয়ে এসেছেন। গানটি স্টুডিওতে রেকর্ডিং হওয়ার পর রবিবার রিলিজ হয়েছে। নতুন এই গানটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা মাত্রা এনে দিয়েছে ভুবন অনুরাগীদের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গানের মধ্যে রয়েছে মানানসই মিউজিক ভিডিও।
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
ভুবন বাদ্যকর যে নতুন গানটি রিলিজ করেছেন সেই গানটি হল, 'এবার কালী পূজোয় প্যান্ডেলে প্যান্ডেলে নাও নিয়ে কাঁচা বাদাম দেব ফ্রি সেলে।' গানটি লিখেছেন এবং মিউজিক দিয়েছেন গোঁরাচাঁদ বন্দ্যোপাধ্যায়। মিউজিক ব্যবস্থাপনায় রয়েছেন শ্যামজি। ডাইরেক্টর, এডিটর এবং ক্যামেরায় রয়েছেন শম্ভুনাথ রায়। বেঙ্গলি রিমিক্স মিউজিক স্টুডিও থেকে এই গানটি রিলিজ করা হয়েছে।
Madhab Das