চলতি বছর মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, বোলপুর সহ সব প্রান্তেই বিভিন্ন আস্তানা থেকে দুলদুল ঘোড়া, কারবালা, লাঠিসোটা নিয়ে 'হায় হোসেন হায় হোসেন' করতে করতে বুকে করাঘাত দিয়ে চলছে তাজিয়া নিয়ে শোকযাত্রা।
আরও পড়ুনঃ বৃষ্টির দেখা নেই আকাশে, ঝুঁকি নিয়েই সেচের জলে চাষ শুরু বীরভূমে
advertisement
অন্যদিকে যাতে এই মহরমকে কেন্দ্র করে কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে অতন্দ্র প্রহরাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মহরমের দিন পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি আগেই জেলার প্রতিটি থানার তরফ থেকে তাদের এলাকার মহরম কমিটির সদস্যদের ডেকে বেশ কিছু বিধি নিষেধ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ হাটজানবাজার রেল ওভারব্রিজ নিয়ে সংসদে সরব শতাব্দী রায়,আশার আলো দেখছেন স্থানীয়রা
পাশাপাশি দিন দুয়েক আগে থেকেই সিউড়ি শহরে সিউড়ি থানার পুলিশের তরফ থেকে মোটর বাইকে পুলিশ কর্মীদের নিয়ে শুরু করা হয় তদারকি। পাশাপাশি দুবরাজপুর থানার তরফ থেকে আগেই প্রশাসনিক কর্তাদের নিয়ে মহরমের রুট পরিদর্শন করা হয়।
Madhab Das