TRENDING:

Hanuman News: ‘হনুমানের লঙ্কাকাণ্ড’ তটস্থ গ্রামবাসীদের যা অবস্থা শুনলে অবাক

Last Updated:

Hanuman News: হনুমানের তাণ্ডব বীরভূমের দুবরাজপুরে, জখম বেশ কয়েকজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর: ফের হনুমানের তাণ্ডব বীরভূমের দুবরাজপুরের পন্ডিতপুর গ্রামে । হনুমানের কামড়ে জখম বেশ কয়েকজন । গতকাল বিকাল থেকেই ফের ওই একই গ্রামে তাণ্ডব চালাচ্ছে বেশ কয়েকটা হনুমান । শনিবার বিকেলে বেশ কয়েক জনকে কামড়েও দেয় হনুমান ।
 হনুমানের তাণ্ডব বীরভূমের দুবরাজপুরে- Photo- Representative
হনুমানের তাণ্ডব বীরভূমের দুবরাজপুরে- Photo- Representative
advertisement

রবিবার সকালে বাড়ির উঠোনে কাজ করার সময় অমল পাল নামে আরও একজনকে পায়ে কামড় দিয়ে জখম করে হনুমান। আহত ব্যক্তিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

আরও দেখুন

View More

গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে গ্রাম ছাড়া করার চেষ্টা করছে হনুমানগুলিকে। প্রসঙ্গত কয়েক মাস আগে দুবরাজপুরের পন্ডিতপুর ও হালসোত গ্রামে হনুমানের তাণ্ডবে আতঙ্কিত ছিল গ্রামবাসীরা । সেই সময় হনুমানের কামড়ে জখম হয়েছিল প্রায় ১৫ জন ।

advertisement

বেশ কয়েকদিন বন্ধ ছিল এলাকার প্রাইমারি স্কুল। সেই আতঙ্ক কাটতে না কাটতে ফের ওই একই গ্রামে হনুমানের তাণ্ডব। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। হনুমানের কামড়ে আহত আমল পালের দাদা বলেন, ” ভাই উঠোনে কাজ করছিলো সেই সময় হঠাৎ দুটো হনুমান এসে আমার ভাইকে পায়ে কামড়ে দিয়ে চলে যায় । গতকালও একজনকে সাইকেল থেকে ফেলে তাকে জখম করে এই হনুমানগুলি । আজ থেকে দু-মাস আগেও এই হনুমানের অত্যাচার ছিল । সেই আতঙ্ক কাটতে না কাটতেই আবার বেশ কিছু হনুমান পন্ডিতপুর ও হালসোত এই দুটি গ্রামে তান্ডব চালাচ্ছে । এদের ভয়ে বাচ্চাদেরও বাড়ি থেকে বের করতে পারছি না । “

advertisement

আরও পড়ুন –  Kitchen Hacks: কাঁচা আম কী করে পাকাবেন, জাস্ট অল্প সময়েই বাড়িতেই পেকে আম হবে টুসটুসে

পন্ডিতপুরের বাসিন্দা তপন দাস বলেন, ” এর আগেও হনুমানের অত্যাচারে স্কুল বন্ধ ছিল । সেই সময় বন দফতর যে হনুমানটিকে ধরে নিয়ে গিয়েছিল সেটি বাদেও অনেক হনুমান ছিল যাদের ধরা হয়নি । আমরা চাই এই হনুমান গুলিকে তাড়ানো হোক।”

advertisement

ওই গ্রামের বাসিন্দা সুকুমার ধীবর জানান , ” আমরা মাছ বিক্রি করছিলাম সেই সময় অমল মাছ বাছছিল তখনই তিনটে হনুমান মারামারি করতে করতে এল অমলকে কামড়ে চলে গেল । তারপরই তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেও অনেক হনুমান তান্ডব চালিয়েছে গ্রামে । কিন্তু তাদের তাড়ানো সম্ভব হয়নি। আমরা চাই এই হনুমান গুলিকে যাতে তাড়ানো হয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Supratim Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Hanuman News: ‘হনুমানের লঙ্কাকাণ্ড’ তটস্থ গ্রামবাসীদের যা অবস্থা শুনলে অবাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল