কলকাতা: আমকে ফলের রাজা বলা হয়৷ গরমকালে গরম অসহ্য হলেও এই আমের জন্য সকলেই এই গরমকালের অপেক্ষায় থাকেন বহু মানুষ৷ এই মরশুমে সকলেই আমের স্বাদ নিতে চান। বাজারে যে আম পাওয়া যায় তা পাকাতে প্রচুর কেমিক্যাল ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে কেমিক্যালযুক্ত আম খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।