TRENDING:

Birbhum: ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প চালু আদিবাসী এলাকায়

Last Updated:

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের নানান সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের নানান সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়। ২০২২ এ ভোটে জয়লাভ করে পুনরায় সরকারের ফেরার পরেও সেই প্রকল্প চালু রেখেছে শাসক দল। প্রতিটি এলাকায় বছরে অন্তত পক্ষে তিনটি দুয়ারে সরকার ক্যাম্প করার লক্ষ্য রয়েছে সরকারের। সেইমতো বীরভূমের মুরারই ব্লকের অন্তর্গত মহুরাপুর হাইস্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। তবে এরই মধ্যে উল্লেখযোগ্য হলো এই এলাকায় এবার চালু হলো ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প। এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত আদিবাসী এলাকায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সবএলাকায়ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরকারি পরিষেবা দিতেউদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন। একটি ফোর হুইলার গাড়ি চড়ে কয়েকজন আধিকারিক প্রত্যন্ত আদিবাসী এলাকায় পৌঁছে যাচ্ছেন এবং সেখানকার স্থানীয় আদিবাসী বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিচ্ছেন। আদিবাসী এলাকার বাসিন্দারা সাধারণত নিজেদের কাজ নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকার কারণে এবং সরকারি প্রকল্প সম্পর্কে কম অভিজ্ঞতা থাকায় তাদের মধ্যে সেভাবে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না বলে সূত্র মারফত জানা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরকারি প্রকল্পের সুবিধা তারা যাতে নিজেদের এলাকাতে বসেই পান তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
advertisement

 

 

দুয়ারের সরকার ক্যাম্পের মতই লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেট, বিভিন্ন সরকারি পেনশন প্রকল্প ইত্যাদি পরিষেবা দেওয়া হচ্ছে এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পেও। সোমবার এমন ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প দেখা যায় মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত মহুরাপুর অঞ্চলের বিভিন্ন আদিবাসী পাড়ায়। সেখানে সরকারি আধিকারিকদের পৌঁছে এলাকার বাসিন্দাদের থেকে জানতে চাওয়া হয় তারা কোনও রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন কিনা।

advertisement

View More

আরও পড়ুনঃ ইউটিউব দেখে প্রস্তুতি, কুস্তিতে রাজ্যস্তরের পদক জয় দুই যুবকের

 

 

যদি তারা কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদের একটি আবেদন পত্র দেওয়া হচ্ছে এবং সেই আবেদন পত্র পূরণ করার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি তাদের ক্যাম্পে আসার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ ১১ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার

 

 

রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে সকল দুয়ারে সরকার ক্যাম্প করা হয়ে থাকে, সেই সকল ক্যাম্প কবে কোথায় আয়োজিত হবে তা জানা যেতে পারেস্থানীয় প্রশাসনের কাছে। এছাড়া দুয়ারে সরকার হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন৷ এই টোল ফ্রি নম্বর হল 1070 এবং 033-22143526 তে ফোন করে বিস্তারিত জানতে পারেন৷

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
গা ছমছমে ঘন জঙ্গলে মূর্তি ছাড়া মায়ের আরাধনা! শতাব্দী প্রাচীন বনকালীর পুজোর ইতিহাস জানুন
আরও দেখুন

Madhab das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প চালু আদিবাসী এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল