দুয়ারের সরকার ক্যাম্পের মতই লক্ষ্মীর ভান্ডার, কাস্ট সার্টিফিকেট, বিভিন্ন সরকারি পেনশন প্রকল্প ইত্যাদি পরিষেবা দেওয়া হচ্ছে এই ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পেও। সোমবার এমন ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প দেখা যায় মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত মহুরাপুর অঞ্চলের বিভিন্ন আদিবাসী পাড়ায়। সেখানে সরকারি আধিকারিকদের পৌঁছে এলাকার বাসিন্দাদের থেকে জানতে চাওয়া হয় তারা কোনও রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন কিনা।
advertisement
আরও পড়ুনঃ ইউটিউব দেখে প্রস্তুতি, কুস্তিতে রাজ্যস্তরের পদক জয় দুই যুবকের
যদি তারা কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে তাদের একটি আবেদন পত্র দেওয়া হচ্ছে এবং সেই আবেদন পত্র পূরণ করার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি তাদের ক্যাম্পে আসার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে।
আরও পড়ুনঃ ১১ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার
রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় যে সকল দুয়ারে সরকার ক্যাম্প করা হয়ে থাকে, সেই সকল ক্যাম্প কবে কোথায় আয়োজিত হবে তা জানা যেতে পারেস্থানীয় প্রশাসনের কাছে। এছাড়া দুয়ারে সরকার হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন৷ এই টোল ফ্রি নম্বর হল 1070 এবং 033-22143526 তে ফোন করে বিস্তারিত জানতে পারেন৷
Madhab das