Birbhum: ইউটিউব দেখে প্রস্তুতি, কুস্তিতে রাজ্যস্তরের পদক জয় দুই যুবকের
Last Updated:
বর্তমান সময়ে বিপুল পরিমাণে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এর ব্যবহার অনেকেই খারাপ চোখে দেখে থাকেন।
বীরভূম : বর্তমান সময়ে বিপুল পরিমাণে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এর ব্যবহার অনেকেই খারাপ চোখে দেখে থাকেন। তবে এই সোশ্যাল মিডিয়া থেকেই প্রস্তুতি নিয়ে বীরভূমের দুই কুস্তিগীর পদক জয় করলেন রাজ্য স্তরের প্রতিযোগিতায়। ইউটিউব দেখে কুস্তির প্রস্তুতি নিয়ে এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বীরভূমের মহম্মদ বাজার ব্লকের অন্তর্গত সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতে দীঘল গ্রামের দুই যুবক হাসিরুল শেখ এবং মুস্তাকিম শেখ। তাদের এইভাবে রাজ্য স্তরের প্রতিযোগিতায় জয় ছিনিয়ে আনা পরিবারের সদস্যদের গর্বিত করার পাশাপাশি গর্বিত হয়েছেন এলাকার বাসিন্দারাও। সম্প্রতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেমস ২০২২ আয়োজিত হয়। সেখানেই তারা দুজন কুস্তির ৬০ কেজি এবং ৬৭ কেজির বিভাগে অংশগ্রহণ করেছিলেন। সেই প্রতিযোগিতায় ৬৭ কেজির বিভাগে অংশগ্রহণ করে মুস্তাকিম শেখ তৃতীয় স্থান অধিকার করেন এবং ৬০ কেজির বিভাগে অংশগ্রহণ করে হাসিরুল শেখ প্রথম স্থান অধিকার করেন। এই দুই জয়ের পরিপ্রেক্ষিতে তাঁদের মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়। কুস্তিতে সাধারণত বীরভূমের মত জেলায় সেইরকম প্রতিযোগী লক্ষ্য করা যায় না বললেই চলে।
কিন্তু মহম্মদ বাজার ব্লকের এই দুজন কুস্তিগীর মাঠে-ঘাটে প্র্যাকটিস করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় পদক ছিনিয়ে আনেন। যা জেলার জন্য গর্বের। নিম্নবিত্ত পরিবারের এই দুই যুবক কিভাবে কুস্তির প্রতি আকৃষ্ট হলেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তা বেশ চমকপ্রদ। এই বিষয়ে তাদের থেকে জানা গিয়েছে, তারা প্রথম ইউটিউবে কুস্তি প্রতিযোগিতা দেখতেন।
আরও পড়ুনঃ ১১ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগে গ্রেফতার অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার
তারপর তাদের মধ্যে উৎসাহ তৈরি হয়, ভাবতে শুরু করেন যদি এমন কুস্তিগীর হতে পারতাম। এরপর তারা কোনও রকম ইনস্টিটিউটে প্রশিক্ষণ না নিয়েই গ্রামের মাঠে প্রস্তুতি শুরু করেন। প্রস্তুতি চালানোর জন্য মাটি কেটে মাটি নরম করা হয়। তাদের এই উৎসাহ দেখে স্থানীয় এক শিক্ষক মুর্শিদাবাদের একটি ইনস্টিটিউটের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেন। সেখানে তারা দুজন কিছুদিন অনুশীলন নেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিল্পের জন্য জমি দিয়ে মেলেনি চাকরি, লাগাতার অবস্থান-বিক্ষোভ জমিহারাদের
তবে সেই অনুশীলন বেশিদিন নেওয়া সম্ভব হয়নি আর্থিক অনটনের কারণে। এরপর ফের তারা গ্রামের মাঠে আগের মত প্রস্তুতি শুরু করেন। এরপর তারা এমন প্রতিযোগিতার কথা জানতে পারেন এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করেন। কলকাতার জোড়াবাগানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
May 23, 2022 3:15 PM IST