Birbhum: শিল্পের জন্য জমি দিয়ে মেলেনি চাকরি, লাগাতার অবস্থান-বিক্ষোভ জমিহারাদের

Last Updated:

শিল্পের জন্য জমি দিয়েও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি চাকরি।

+
title=

বীরভূম : শিল্পের জন্য জমি দিয়েও সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি চাকরি। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে বীরভূমের শতাধিক ভূমিহারা লাগাতার অবস্থান বিক্ষোভে বসলেন বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বিল্ডিংয়ের সামনে৷ আন্দোলনকারীদের তরফ থেকে জানা গিয়েছে, জেলায় ভূমিহারা অথচ চাকরি পাননি এমন ১৮৩ জন রয়েছেন। যাদের প্রশাসনের তরফ থেকে ল্যান্ড লুজার অর্থাৎ ভূমিহারা হিসাবে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা চাকরি পাননি বিক্ষোভরত এই ভূমি হারাদের দাবি, ১৯৯৫-৯৬ সালে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য সরকারি ভাবে তাদের বাবা, কাকাদের থেকে জমি নেওয়া হয়েছিল। সরকারের প্রতিশ্রুতি ছিল যাদের জমি নেওয়া হবে, তাদের আর্থিক ক্ষতি পূরণের পাশাপাশি সরকারি চাকরিতে পরিবারের একজনকে নিয়োগ করা হবে। কিন্তু সরকারের সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহারা এই সকল পরিবারের কোনো সদস্য এখনো পর্যন্ত চাকরি পাননি। চাকরি না পেয়ে ভূমিহারা পরিবারের সদস্যরা আগেও আন্দোলন করেছেন। চলতি বছর জানুয়ারি মাসে তারা বীরভূম জেলা শাসকের দ্বারস্থ হন এবং একটি স্মারকলিপি জমা দেন।
 
 
advertisement
সেই স্মারকলিপি জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার শাসক বিধান রায় তাদেরনিয়ে পিডিসিএল আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যেহেতু পিডিসিএল-এর আওতায় রয়েছে, তাই ভূমিহারা পরিবারের সদস্যদের চাকরির দায়িত্ব নিতে হবে পিডিসিএলকে। এর পরিপ্রেক্ষিতে রেজুলেশন তৈরি হয় বলেও দাবি করেছেন বিক্ষোভরত ভূমিহারারা।
advertisement
 
 
কিন্তু এই রেজুলেশন তৈরি হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ অথবা সদুত্তর পিডিসিএল-এর তরফ থেকে পেশ করা হয়নি। এমনকি ঘটনার পরিপ্রেক্ষিতে এই সকল ভূমিহারা পরিবারের সদস্যরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন।
advertisement
 
তবে বারংবার এমন বিক্ষোভ আধিকারিকদের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে কোনও সদুত্তর না মেলায় তারা গত শুক্রবার থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম বিল্ডিংয়ের সামনে। তাদের দাবি যতক্ষণ না কোনো ব্যবস্থা গ্রহণ হচ্ছে ততক্ষণ তাদের এই অবস্থান-বিক্ষোভ চলবে।
advertisement
 
 
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: শিল্পের জন্য জমি দিয়ে মেলেনি চাকরি, লাগাতার অবস্থান-বিক্ষোভ জমিহারাদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement