TRENDING:

Birbhum news: প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ১০০০ টাকা,মাথায় হাত আম বিক্রেতাদের, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Birbhum news: একদিকে চাহিদার থেকে জোগান বেশী৷ তার উপর ক্রেতাদের অনীহা। সেই কারণেই আমের বিকিকিনি নেই বীরভূমে। তাতেই বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁদের দাবি, ছোট ছোট দোকানীরাও প্রতিদিন প্রায় এক হাজার টাকা লোকসান করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: একদিকে চাহিদার থেকে জোগান বেশী৷ তার উপর ক্রেতাদের অনীহা। সেই কারণেই আমের বিকিকিনি নেই বীরভূমে। তাতেই বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁদের দাবি, ছোট ছোট দোকানিরাও প্রতিদিন প্রায় এক হাজার টাকা লোকসান করছেন৷ বিকিকিনির অভাবে প্রায় প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছে আম।
advertisement

বিক্রেতারা জানান, অন্যান্য বছর গ্রীষ্মের মরশুম আসতেই আমের চাহিদা চরমে থাকে। স্বাভাবিকভাবেই আমের দামও থাকে যথেষ্ট। কিন্তু এই বছর চিত্রটা সম্পূর্ণ উল্টো। এবছর কেজি প্রতি আম ১৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত মিলছে জেলা সদরে। সেখানে অন্যান্য বছর দ্বিগুন দাম থাকে।

আরও পড়ুন-ভয়ঙ্কর ধস নামলেই বড় বিপদ! বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ অবস্থা, আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর

advertisement

আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়

View More

সাধারণ ক্রেতারা সেই অর্থে আম কিনতেই চাইছেন না। আগে যেখানে একজন ছোট দোকানি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ কেজি আম বিক্রি করত। সেখানে এই বছর দিনে ২০ থেকে ৩০ কেজি আম বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের আম খাওয়ার প্রতি যেন কোন অনীহা চলে এসেছে। তারই প্রকাশ ঘটেছে ফলের বাজারে। স্বাভাবিকভাবেই বিকিকিনি না হওয়ায় বিপাকে পড়েছেন ছোট দোকানী, আরতদার থেকে শুরু করে চাষীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ১০০০ টাকা,মাথায় হাত আম বিক্রেতাদের, কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল