বিক্রেতারা জানান, অন্যান্য বছর গ্রীষ্মের মরশুম আসতেই আমের চাহিদা চরমে থাকে। স্বাভাবিকভাবেই আমের দামও থাকে যথেষ্ট। কিন্তু এই বছর চিত্রটা সম্পূর্ণ উল্টো। এবছর কেজি প্রতি আম ১৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত মিলছে জেলা সদরে। সেখানে অন্যান্য বছর দ্বিগুন দাম থাকে।
আরও পড়ুন-ভয়ঙ্কর ধস নামলেই বড় বিপদ! বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ অবস্থা, আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর
advertisement
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
সাধারণ ক্রেতারা সেই অর্থে আম কিনতেই চাইছেন না। আগে যেখানে একজন ছোট দোকানি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ কেজি আম বিক্রি করত। সেখানে এই বছর দিনে ২০ থেকে ৩০ কেজি আম বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের আম খাওয়ার প্রতি যেন কোন অনীহা চলে এসেছে। তারই প্রকাশ ঘটেছে ফলের বাজারে। স্বাভাবিকভাবেই বিকিকিনি না হওয়ায় বিপাকে পড়েছেন ছোট দোকানী, আরতদার থেকে শুরু করে চাষীরা।
Subhadip Pal