TRENDING:

Birbhum News: কপালে সেলাই পড়েছে মমতার...এখন আছেন কেমন? মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তারাপীঠে দেওয়া হল পুজো

Last Updated:

পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার, তথা রামপুরহাটের বিধায়ক ও কোর কমিটির সদস্য আশীষ বন্দ্যোপাধ্যায় জানান ‘‘মমতা দিদির ঘটনা শুনে মনখারাপ হয়ে গিয়েছে।ওনার দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হলে, রক্ত ঝরা বন্ধ হয়৷ সেলাই পড়ে মোট মোট ৪ টি। কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। এদিন সিটি স্ক্যানও করানো হয় মুখ্যমন্ত্রীর। রিপোর্ট সন্তোষজনক থাকায় বৃহস্পতিবার রাতেই তিনি বাড়ি চলে আসেন৷ বর্তমানে মুখ্যমন্ত্রীর বাড়ির চতুর্দিকে কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও৷ এসএসকেএম হাসপাতালেক চিকিৎসকদেরও মুখ্যমন্ত্রীদের বাড়িতে যাওয়ার কথা৷ আজ ফের তাঁর শারীরিক পরীক্ষা করানোর সম্ভাবনা রয়েছে৷
advertisement

গতকালই হাসপাতালের অধিকর্তা জানিয়েছিলেন, ‘পুশ ফ্রম বিহাইন্ড’ অর্থাৎ, পিছন থেকে ধাক্কার ফলেই পড়ে গিয়ে থাকতে পারেন মুখ্যমন্ত্রী৷ যদিও শুক্রবার সকালে নিজের সেই মন্তব্যের বিশদে ব্যাখ্যা দেন তিনি৷ জানান, মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া এতটাই জোরাল ছিল যে, তাতে পিছন থেকে ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছে৷

আরও পড়ুন: গোপনে নাম-পরিচয়…রাজনৈতিক দলকে ‘চাঁদা’! এই ‘নির্বাচনী বন্ড’ বিষয়টা কী জানেন? কী ভাবেই বা আলোচনায় SBI…

advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় মমতার কালীঘাটের বাড়িতেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই তাঁর নিজের গাড়িতে করে মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে যান। মমতাকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানোর পরেই আট চিকিৎসকের একটি দল দ্রুত চিকিৎসা শুরু করে। প্রাথমিক শুশ্রূষা এবং সেলাই সেরে তাঁর মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয়। তার পরে পাশের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে গিয়ে মাথার সিটি স্ক্যান করে দেখা হয় যে, আঘাত কতটা গভীর। তার পর পৌনে ১০টা নাগাদ তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা যায়, মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকতে রাজি হননি, সেইকারণে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে বর্তমানে।

advertisement

View More

এমন পরিস্থিতিতে শুক্রবার মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে বীরভূমের তারাপীঠের মা তারার মন্দিরে পুজো দিলেন কোর কমিটির পাঁচ সদস্য। পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার, তথা রামপুরহাটের বিধায়ক ও কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়৷ আশিসবাবু বলেন, ‘‘মমতা দিদির ঘটনা শুনে মনখারাপ হয়ে গিয়েছে। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। প্রার্থনা করি।’’

আরও পড়ুন: মাথায় পড়েছে সেলাই, হয়েছে সি টি স্ক্যান, কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কী ভাবে ঘটেছিল ঘটনা…

advertisement

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরে প্রথমে ৯ জনের একটি কোর কমিটি গঠন করা হয় বীরভূম তৃণমূলের সংগঠনের দেখাশোনা করার জন্য। তারপরে কিছুদিন আগে সেই ৯ জনের কোর কমিটি ভেঙে পাঁচজনের কোর কমিটি করা হয়েছে। চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ ও আশিস বন্দ্যোপাধ্যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কপালে সেলাই পড়েছে মমতার...এখন আছেন কেমন? মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তারাপীঠে দেওয়া হল পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল