আরও পড়ুন: মা দুর্গা যেন ডোকরার ভাস্কর্য! বাঁকুড়ার শিল্পে সেজে উঠছে কোচবিহারের মণ্ডপ
মহালয়ার ভোরে প্রয়াত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠ বা পঙ্কজ মল্লিকের সুরে গান আজও বাঙালিকে দোলা দিয়ে যায়। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে রেডিওর চল কমেছে। এখন ইন্টারনেটের যুগে হাতের মুঠোয় দুনিয়া। ইউটিউবে গেলে শুধু পুজোর সময় নয়, সব সময়ই মহিষাসুরমর্দিনীর সুর ভেসে আসে। ফলে বাড়িতে পুরোনো রেডিও থাকলেও ব্যবহার হয় না সারা বছর। তবে মহালয়ার ভোরে রেডিওর কদর বেড়ে যায়।
advertisement
প্রতিবছরই এই সময়টায় ব্যস্ততা বেড়ে যায় রেডিও মেকানিকদের। এবারেও তাই হয়েছে। ফলে হাসি ফুটেছে তাঁদের মুখে। আসলে বাকিটা বছর কার্যত দোকান খুলে মাছি তাড়াতে হয় তাঁদের। এই একটা সময়ই কেবলমাত্র দোকানে খদ্দেরের আনাগোনা চলে। আর সেই সুযোগটাই ভালোভাবে কাজে লাগাতে চান রেডিও মেকানিকরা। এভাবে যতদিন চলে আর কী!
সৌভিক রায়