Durga Puja Theme 2023: মা দুর্গা যেন ডোকরার ভাস্কর্য! বাঁকুড়ার শিল্পে সেজে উঠছে কোচবিহারের মণ্ডপ

Last Updated:

বাঁকুড়া জেলার বিশ্ব বিখ্যাত ডোকরা শিল্পে সেজে উঠছে কোচবিহারের মণ্ডপ

+
পুজোর

পুজোর থিম "ডোকরা"

কোচবিহার: দুর্গাপুজো মানেই বাঙালির জন্য আলাদা আবেগ। পুজোর সময় প্যান্ডেলে ঘুরে ঘুরে প্রতিমা দেখা এবং বিভিন্ন থিম উপভোগ করার বিষয়টি আনন্দ দেয় সকলকে। একটা সময় ছিল যখন ২৫, ৫০ বছর কিংবা ৭৫ বছরের পুজোয় আকর্ষণীয় থিম তৈরি করা হতো। তবে সেই দিন পাল্টেছে। বর্তমানে প্রতি বছর‌ই দুর্গাপুজোয় আকর্ষনীয় থিম দেখতে পাওয়া যাচ্ছেই। চলতি বছরের দুর্গাপুজোয় কোচবিহার নেতাজি স্কোয়ার সংঘ ক্লাবের পক্ষ থেকে আকর্ষণীয় থিম করা হয়েছে। এই পুজো এবার ৬৩ বছরে পা দিল। বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্পে সেজে উঠছে এখানকার মণ্ডপ।
কোচবিহার নেতাজি স্কোয়ার সংঘ ক্লাবের পুজো কমিটির সভাপতি অমিত চক্রবর্তী জানান, ৬০ বছরের পুজোয় তাঁদের ইচ্ছে ছিল বড় মাপের থিম পুজো করার। তবে সেই সময় করোনা অতিমারি চলায় তা সম্ভব হয়নি। সেই কারণে এই বছর নজরকাড়া থিমের আয়োজন করেছেন তাঁরা। কোচবিহারের বাইরের দক্ষ কারিগরেরা এই থিম তৈরি করছেন। এই বছর যে থিমের আয়োজন করা হয়েছে তা হল ‘ডোকরা’। গোটা পুজো প্যান্ডেলজুড়ে থাকবে ডোকরা শিল্পীদের হাতের নিপুন কাজ। এ ছাড়াও সম্পূর্ন পুজো প্যান্ডেলে থাকতে চলেছে চন্দননগরের আকর্ষনীয় আলোকসজ্জা।
advertisement
advertisement
নেতাজি স্কোয়ার সংঘ ক্লাবের পুজো কমিটির সম্পাদক বীরাজ শর্মাধিকারি জানান, এই বছর তাঁদের ক্লাবের পুজোর মোট বাজেট ৫০-৫৫ লক্ষ টাকা। বাঁকুড়ার ডোকরা শিল্পকে তাঁদের এই পুজো প্যান্ডেলে তুলে ধরা হবে। রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা এই থিমের মণ্ডপ তৈরির কাজ করছেন। তবে এর পাশাপশি পুজোর থিমের মূর্তির উপরেও বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডোকরা শিল্পের আদলেই তৈরি করা হচ্ছে এবারের দুর্গা মূর্তি।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Durga Puja Theme 2023: মা দুর্গা যেন ডোকরার ভাস্কর্য! বাঁকুড়ার শিল্পে সেজে উঠছে কোচবিহারের মণ্ডপ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement