TRENDING:

Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি চিঠি এবার তুলে দেওয়া হল বিশ্বভারতীর হাতে

Last Updated:

Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি গুরুত্বপূর্ণ চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়, এই চিঠিগুলি বিশ্বভারতীর রবীন্দ্র ভবন সংগ্রহশালায় সংরক্ষিত থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: প্রমথনাথ বিশীকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮টি গুরুত্বপূর্ণ চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় এতদিন এই চিঠিগুলি টেগোর রিসার্চ ইনস্টিটিউটের কাছে সংরক্ষিত ছিল। এবার এই চিঠিগুলি রবীন্দ্রভবন সংগ্রহশালায় সংরক্ষিত থাকবে। আনুষ্ঠানিকভাবে এই চিঠি হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমথনাথেরর কন্যা চিরশ্রী বিশী-সহ অন্যান্য বিশিষ্ট।
কবিগুরুর চিঠি পৌঁছালো বিশ্বভারতীর হাতে
কবিগুরুর চিঠি পৌঁছালো বিশ্বভারতীর হাতে
advertisement

১৯১০ সালে শান্তিনিকেতন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেছিলেন প্রমথনাথ। দীর্ঘ ১৭ বছর অধ্যায়নের সময় তিনি কবিগুরুর নজরে আসেন এবং প্রমথনাথ কবিগুরুর কাছের মানুষ হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রমথনাথের নিবিড় সম্পর্কের কথা জানা যায় ‘রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন’ গ্রন্থ থেকে।

আরও পড়ুন: বাঙালিয়ানার খোঁজে সইফ, নবাবকে ধুতি-পাঞ্জাবীতে সাজাতে ডাক পড়ল কলকাতার ডিজাইনার অভিষেকের

advertisement

অধ্যাপক প্রমথনাথ বিশীকে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক চিঠি লেখেন। প্রমথনাথ বিশীর কাছে থাকা এরকম ১৮ টি চিঠি ১৯৭৯ সালে ‘শুভাকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ’ নামে টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়। কলকাতার কালীঘাটে টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে এ ১৮ টি চিঠি বিশ্বভারতী হাতে তুলে দেওয়া হয়।

View More

জানা যায়, ১৯১৮ থেকে ১৯৩৯ সালের মধ্যে এই চিঠিগুলি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। মূলত এই চিঠিগুলির মধ্যে লেখা ছিল প্রমথনাথ বিশীর সাহিত্যকর্ম সম্পর্কে কবিগুরুর মতামত, রবীন্দ্রনাথের লেখনী সম্পর্কে প্রমথনাথের জিজ্ঞাসা, উত্তর এবং অন্যান্য। এরকমই মোট ১৮টি চিঠি এবার বিশ্বভারতীর রবীন্দ্র ভবন সংগ্রহশালায় সংরক্ষিত থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Rabindranath Tagore: প্রমথনাথ বিশীকে লেখা কবিগুরুর ১৮টি চিঠি এবার তুলে দেওয়া হল বিশ্বভারতীর হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল