Abhisek Roy and Saif Ali Khan: বাঙালিয়ানার খোঁজে সইফ, নবাবকে ধুতি-পাঞ্জাবীতে সাজাতে ডাক পড়ল কলকাতার ডিজাইনার অভিষেকের

Last Updated:

Abhisek Roy and Saif Ali Khan: সইফের ড্রয়িং রুমে বসেই সমস্ত আলোচনা হয়। সইফের স্ত্রী করিনা এবং তাঁদের বড় ছেলে তৈমুরের সঙ্গে দেখা না হলেও ছোট ছেলে জহাঙ্গির আলি খানের সঙ্গে দেখা হয়েছে অভিষেকের।

রায় অভিষেক এবং সইফ আলি খান
রায় অভিষেক এবং সইফ আলি খান
মুম্বই: মায়ের শিকড়ের আরও কাছাকাছি। মায়ের জন্মস্থানের সঙ্গে আত্মিক যোগাযোগ। নতুন ভাবে নিজের বাঙালিয়ানাকে খুঁজে দেখতে চাইছেন সইফ আলি খান। শর্মিলা ঠাকুরের শিকড়ের কাছে আসতে চাইছেন ছোটে নবাব। আর তাই জন্যই এবার নিজের আলমারিতে বাঙালি পোশাকও দেখতে চাইছেন সইফ। শুরু হল পথচলা। আর সেই সাধপূরণে সইফের হাত ধরলেন বাংলার ছেলে অভিষেক রায়। কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। রয় অভিষেক নামেই পরিচিত তিনি।
তাঁর বহুরূপী ব্র্যান্ড ইতিমধ্যে বাংলার পোশাক, আদব, কায়দার জগতে নাম করে ফেলেছে। এবার তাঁর সেই ব্র্যান্ড পৌঁছে গেল মুম্বইয়ে সইফের বাসভবনে। খোদ সইফই যোগাযোগ করেছিলেন অভিষেকের সঙ্গে।

View this post on Instagram

A post shared by Roy Abhisek (@rabhisek)

advertisement
advertisement
নিউজ18 বাংলাকে নিজের মুম্বই সফরের কাহিনি শোনালেন অভিষেক। তিনি বললেন, ‘‘সইফের স্টাইলিস্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রথমে। তিনিই জানালেন যে সইফ বাঙালি পোশাক পরতে চাইছেন। আর তাই আমার সঙ্গে যোগাযোগ করা। তার সইফের সঙ্গে কথা হয় ফোনেই। যেরকম পোশাক উনি চেয়েছেন, সেরকম ধুতি-পাঞ্জাবী বানিয়ে কয়েকটি নিয়ে যাই মুম্বইয়ে। প্রথমবারেই তাঁর যে পছন্দ হয়ে গিয়েছে জামাগুলো, তাতেই আমি খুব খুশি।’’
advertisement
সইফের বাড়িতে গিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে। তারপর আরও কয়েকটা জামা পাঠাবেন অভিষেক। সইফ তার মধ্যে কিছু পোশাক এবারের দীপাবলিতে পরবেন।
অভিষেকের কথায় জানা গেল, সইফের ড্রয়িং রুমে বসেই সমস্ত আলোচনা হয়। সইফের স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান এবং তাঁদের বড় ছেলে তৈমুর আলি খানের সঙ্গে দেখা না হলেও ছোট ছেলে জহাঙ্গির আলি খানের সঙ্গে দেখা হয়েছে অভিষেকের। খুদে তারকা সম্ভবত স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
advertisement
অভিষেকের কথায়, ‘‘সইফের ব্যবহারে একবারও মনে হল না যে তিনি এত বড় একজন তারকা।’’ বাংলার ছেলে সোজা মুম্বই পাড়ি দিয়ে বলি তারকার জন্য পোশাক তৈরি করছেন, গর্বে বুক ফুলছে রাজ্যবাসী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhisek Roy and Saif Ali Khan: বাঙালিয়ানার খোঁজে সইফ, নবাবকে ধুতি-পাঞ্জাবীতে সাজাতে ডাক পড়ল কলকাতার ডিজাইনার অভিষেকের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement