Abhisek Roy and Saif Ali Khan: বাঙালিয়ানার খোঁজে সইফ, নবাবকে ধুতি-পাঞ্জাবীতে সাজাতে ডাক পড়ল কলকাতার ডিজাইনার অভিষেকের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Abhisek Roy and Saif Ali Khan: সইফের ড্রয়িং রুমে বসেই সমস্ত আলোচনা হয়। সইফের স্ত্রী করিনা এবং তাঁদের বড় ছেলে তৈমুরের সঙ্গে দেখা না হলেও ছোট ছেলে জহাঙ্গির আলি খানের সঙ্গে দেখা হয়েছে অভিষেকের।
মুম্বই: মায়ের শিকড়ের আরও কাছাকাছি। মায়ের জন্মস্থানের সঙ্গে আত্মিক যোগাযোগ। নতুন ভাবে নিজের বাঙালিয়ানাকে খুঁজে দেখতে চাইছেন সইফ আলি খান। শর্মিলা ঠাকুরের শিকড়ের কাছে আসতে চাইছেন ছোটে নবাব। আর তাই জন্যই এবার নিজের আলমারিতে বাঙালি পোশাকও দেখতে চাইছেন সইফ। শুরু হল পথচলা। আর সেই সাধপূরণে সইফের হাত ধরলেন বাংলার ছেলে অভিষেক রায়। কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। রয় অভিষেক নামেই পরিচিত তিনি।
তাঁর বহুরূপী ব্র্যান্ড ইতিমধ্যে বাংলার পোশাক, আদব, কায়দার জগতে নাম করে ফেলেছে। এবার তাঁর সেই ব্র্যান্ড পৌঁছে গেল মুম্বইয়ে সইফের বাসভবনে। খোদ সইফই যোগাযোগ করেছিলেন অভিষেকের সঙ্গে।
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে নিজের মুম্বই সফরের কাহিনি শোনালেন অভিষেক। তিনি বললেন, ‘‘সইফের স্টাইলিস্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রথমে। তিনিই জানালেন যে সইফ বাঙালি পোশাক পরতে চাইছেন। আর তাই আমার সঙ্গে যোগাযোগ করা। তার সইফের সঙ্গে কথা হয় ফোনেই। যেরকম পোশাক উনি চেয়েছেন, সেরকম ধুতি-পাঞ্জাবী বানিয়ে কয়েকটি নিয়ে যাই মুম্বইয়ে। প্রথমবারেই তাঁর যে পছন্দ হয়ে গিয়েছে জামাগুলো, তাতেই আমি খুব খুশি।’’
advertisement
আরও পড়ুন: চিবিয়ে খান বা জ্যুস করে নিন, ত্বক ও চুল হবে উজ্জ্বল, যৌবন ধরে রাখবে এই একটি ফল, খেলেই ম্যাজিক!
সইফের বাড়িতে গিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে। তারপর আরও কয়েকটা জামা পাঠাবেন অভিষেক। সইফ তার মধ্যে কিছু পোশাক এবারের দীপাবলিতে পরবেন।
অভিষেকের কথায় জানা গেল, সইফের ড্রয়িং রুমে বসেই সমস্ত আলোচনা হয়। সইফের স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান এবং তাঁদের বড় ছেলে তৈমুর আলি খানের সঙ্গে দেখা না হলেও ছোট ছেলে জহাঙ্গির আলি খানের সঙ্গে দেখা হয়েছে অভিষেকের। খুদে তারকা সম্ভবত স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
advertisement
অভিষেকের কথায়, ‘‘সইফের ব্যবহারে একবারও মনে হল না যে তিনি এত বড় একজন তারকা।’’ বাংলার ছেলে সোজা মুম্বই পাড়ি দিয়ে বলি তারকার জন্য পোশাক তৈরি করছেন, গর্বে বুক ফুলছে রাজ্যবাসী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 6:22 PM IST