বহু বছর আগেও এখানে কুমারী পূজার আয়োজন করা হতো বলে জানা যাচ্ছে মন্দির কমিটিদের তরফ থেকে। তবে মাঝে তা বন্ধ ছিল। চলতি বছর পুনরায় তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের সহযোগিতায় পুনরায় এই কুমারী পুজোর আয়োজন করা হয়। তারাপীঠ মন্দিরের সেবায়েত এবং মন্দির কমিটির সদস্যরা আশা করছেন এরপর থেকে বছরের পর বছর ধরে এই কুমারী পূজো চলবে।
advertisement
আরও পড়ুনঃ একদিকে মুষলধারে বৃষ্টি! অন্যদিকে জয়তারা উৎসবে মাতল দুবরাজপুর
এছাড়াও তারাপীঠে সোমবার মহাষ্টমীর দিন মহাযজ্ঞের আয়োজন করেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। যে মহাযজ্ঞে এলাকার বাসিন্দারা ছাড়াও দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এবং অংশগ্রহণ করেন। ১০০১টি বেলপাতা, ২০০ কুইন্টাল বেল কাঠ এবং দু টিন ঘি সহযোগে এই মহাযজ্ঞ আয়োজিত হয়। এই মহাযজ্ঞে যে সকল ভক্তরা অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্য করে একটি করে বেলপাতা নিবেদন করা হয়।
আরও পড়ুনঃ বিশ্ব বাংলা শারদ সম্মান পেল বীরভূমের কোন কোন পুজো কমিটি? জানুন
দুর্গা পুজোয় দুর্গাপুজোর জন্য এখানে আলাদা করে দেবী দুর্গার কোন প্রতিমা তৈরি করা না হলেও চার দিন তারা মাকেই দেবী দুর্গা হিসাবে এখানে পূজা করা হয়। এলাকার বাসিন্দারা এবং দূর-দূরান্ত থেকে আগতরা এই পুজোর কয়েক দিন এখানেই পুজো অর্চনা করেন এবং ভোগ গ্রহণ করে থাকেন।
Madhab Das