কেন্দুলির মেলা নিয়ে ইতিমধ্যেই একটি প্রশাসনিক বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, গত দু'বছর কোভিড অতিমারি চলাকালীন পুণ্যার্থীরা এলেও তাঁরা ভয়ে ছিলেন। এই বছর এখনও পর্যন্ত ভয়ের কোনও কারণ নেই। তাই মেলা ভালভাবে হবে। এটা এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দা প্রত্যেকেরই স্বপ্নের মেলা।
আরও পড়ুন: সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চানাচুর কারখানা
advertisement
মন্ত্রীর এই আশ্বাসবাণীর পর ব্যবসায়ীরা আশার আল দেখছেন। আগের মত পুণ্যার্থীদের আগমনে হলে কেনাকাটা অনেকটাই বাড়বে বলে তাঁদের আশা। জয়দেবের মেলার ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতি চলাকালীন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন কেটেছে। গত বছর মকর সংক্রান্তির সময় হাতেগোনা কিছু পুণ্যার্থীর আগমন ঘটলেও সেভাবে কেনাকাটা করতে দেখা যায়নি। গত দু'বছরের সেই ভাঁটা এই বছর পূরণ হবে বলেই বিশ্বাস তাঁদের।
কেন্দুলিতে যে মেলার আয়োজন করা হয় সেই মেলা সরকারিভাবে তিন দিন বা চার দিনের হয়। তবে ভাঙা মেলা হিসেবে এই মেলা চলে সাত দিনেরও বেশি। এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের। বীরভূমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরায় এসে ভিড় করেন এই মেলায়।
মাধব দাস