South 24 Parganas News : সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চানাচুর কারখানা

Last Updated:

বৃহস্পতিবার সাতসকালে ক্যানিংয়ে আগুন লেগে পুড়ে গেল একটি চানাচুর কারখানা। দমকলের বিরুদ্ধে দেড় ঘন্টা পরে এসে পৌঁছনোর অভিযোগ স্থানীয়দের

আগুনে পুড়ে ছাই
আগুনে পুড়ে ছাই
#দক্ষিণ ২৪ পরগনা: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল চানাচুর কারখানা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের আমড়াবেরিয়া এলাকায়। বৃহস্পতিবার ভোরে আচমকাই আগুন লাগে ঐ চানাচুর কারখানায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি।
সূত্রের খবর, এদিন সকালে আমড়াবেরিয়া মোড়ের ওই চানাচুর কারখানাটি জ্বলতে দেখেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। সেইসঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এর ঘণ্টাখানেক বাদে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে আগুন লেগেছে।
advertisement
advertisement
এদিকে দমকল দেরিতে এসেছে বলে স্থানীয়দের অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা ঘুমোচ্ছিলেন। সেই সময় হঠাৎই চানাচুর কারখানায় আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলেও তারা প্রায় দেড় ঘন্টা পর এলাকায় এসে পৌঁছয় বলে স্থানীয়দের দাবি। এই অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, কোনভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চানাচুর কারখানা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement