East Medinipur News: এশিয়ার মধ্যে প্রথম বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন শুরু হলদিয়ায়
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে হলদিয়া এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার মুকুটের যোগ হল আরও এক নতুন পালক। এশিয়ার মধ্যে প্রথম বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন শুরু হল হলদিয়ার আইওসি রিফাইনারিতে
#হলদিয়া: এশিয়ার মধ্যে প্রথম হলদিয়ার আইওসি রিফাইনারিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে সালফিউরিক অ্যাসিডের। মঙ্গলবার থেকে এই উৎপাদন শুরু হয়েছে। আইওসি-র হলদিয়া রিফাইনারিতে অপরিশোধিত তেল থেকে একাধিক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পেট্রল, ডিজেল তৈরি করা হয়। ভারত সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা ২০৪৬ সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনকে সামনে রেখেই এগোচ্ছে আইওসি। সেই লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যেই সালফিউরিক অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদন শুরু হল হলদিয়ার প্ল্যান্টে। WSA (ওয়েট সালফিউরিক অ্যাসিড) প্রক্রিয়ায় এই উৎপাদন শুরু হয়েছে।
অপরিশোধিত তেল থেকে পেট্রল, ডিজেল তৈরির সময় সময় অ্যাসিড, সালফার গ্যাসও বেরিয়ে আসে। তা থেকে পাওয়া যায় কঠিন সালফার ও তরল সাওয়ার। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন সালফার ও তরল সালফার থেকে তৈরি হয় সালফরিক অ্যাসিড।
বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার আগে আইওসির হলদিয়া রিফাইনারি কঠিন সালফার ও তরল সালফার বিক্রি করত। বর্তমানে সালফারের বাজার নিম্নমুখী। কিন্তু সালফিউরিক অ্যাসিডের চাহিদা ক্রমশ বাড়ছে। তাই আরও একধাপ এগিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে আইওসি।
advertisement
advertisement
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন রাস্তায়, হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো গেল না
রিফাইনারি কর্তৃপক্ষের দাবি, রিফাইনারিতে বেশ কিছু কাজের জন্য নিয়মিত বাইরে থেকে সালফিউরিক অ্যাসিড কিনতে হত। এবার রিফাইনারিতে তা উৎপাদিত হওয়ার ফলে সেই অভাবও মিটবে। এতে রিফাইনারির খরচ যেমন কম হবে, তেমনই আর্থিকভাবে আরও বেশি আত্মনির্ভর হবে। প্রতিদিন হলদিয়া রিফাইনারিতে ৩৭৫ মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মঙ্গলবার প্রথম ট্যাঙ্কার ভর্তি সালফিউরিক অ্যাসিড হলদিয়া রিফাইনারি থেকে রিষড়ার এক সংস্থায় পাঠানো হয়। মঙ্গলবার বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সূচনা করেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান এস এম বৈদ্য।
advertisement
সৈকত শী
Location :
First Published :
January 05, 2023 12:33 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: এশিয়ার মধ্যে প্রথম বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদন শুরু হলদিয়ায়