Purulia News : অন্তঃসত্ত্বা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন রাস্তায়, হাসপাতালে ভর্তি করলেও বাঁচানো গেল না
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গুলশান খাতুনের অস্বাভাবিক মৃত্যুতে শ্বশুরবাড়ির দিকে আঙুল তুলছে বাপের বাড়ির লোকজন। তবে কি গুলশানকে খুন করা হয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ
#পুরুলিয়া: গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও লাভ হল না। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় গুলশান খাতুনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে।
জানা গিয়েছে, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গুলশান খাতুনের। তাঁর বয়স ২০ বছর। স্বামীর নাম ফিরোজ আনসারি। শ্বশুরবাড়ি সাঁওতালডিহি থানার আগুইটার গ্রামে। বুধবার সাঁওতালডিহি রেল গেটের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে গুলশান খাতুনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার।
advertisement
advertisement
পুলিশ ঠিক করে ঠিক করে মৃতদেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের ময়নাতদন্ত করা হবে। সেইমতো দেহটি পুরুলিয়ার দেবেন মাহাত মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে মৃতার আত্মীয়দের বক্তব্যে জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, শ্বশুরবাড়ির সঙ্গে গুলশান খাতুনের সম্পর্ক ভালো ছিল না। মাঝেমধ্যেই অশান্তিই হত। বাপের বাড়ির পক্ষ থেকে একাধিকবার এই অশান্তি মিটমাট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি।
advertisement
মৃত মহিলার বাপেরবাড়ির দাবি, গুলশান পাঁচ মাসের অন্তঃসত্তা ছিল। তারা এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন গুলশানকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
First Published :
January 05, 2023 12:10 PM IST