করোনাকালে দু'বছর এই ক্লাবের এমন জাঁকজমক করে প্রতিমা নিরঞ্জন বন্ধ ছিল। দু'বছর পর চলতি বছর প্রতিমা নিরঞ্জন বের হলে আগের ছন্দেই দেখা যায় পুজো উদ্যোক্তা এবং ক্লাব সদস্যদের। রবিবার ঠিক দুপুর ১২টা নাগাদ প্রতিমা নিরঞ্জনের জন্য বের হয় মন্দির থেকে এবং তারপর তার গোটা শহর ঘোরে। শহর ঘোরার সময়ই দেখা যায় কারও মাথায় হলুদ চুল, কারও মাথায় আবার জটা, আবার কেউ একেবারে দক্ষিণ আফ্রিকার স্টাইলে।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ছট পুজোর আগেই ফারাক্কার গঙ্গায় আতঙ্ক! দেখা গেল কুমির
পুজো উদ্যোক্তাদের তরফ থেকেও জানানো হয়েছে, তাদের প্রতিমা নিরঞ্জনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নামিদামি বাদ্যযন্ত্র আনা হয়। বিভিন্ন জায়গা থেকে আনা হয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সেই সকল বাদ্যযন্ত্র বাজানোর জন্য। তবে এর পাশাপাশি ৩০ থেকে ৪০ জন যুবকরা রয়েছেন যারা নিজেদের হেয়ার স্টাইলেই শহরের বাসিন্দাদের আকৃষ্ট করেন। তবে শুধু শহর নয়, শহরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকেও মানুষের আগমন ঘটে তাদের প্রতিমা নিরঞ্জন দেখার জন্য।
আরও পড়ুন Chhath puja: ছট পুজোতে ফলের বাজার অগ্নিমূল্য,পকেট বাঁচিয়ে চলছে ছট ব্রত
এই শোভাযাত্রায় যে সব যুবক-যুবতীরা নিজেদের রকমারি হেয়ার স্টাইল করে অংশগ্রহণ করেন তারা বিসর্জনের আগের দিন অর্থাৎ শনিবার থেকেই প্রস্তুতি সেরে ফেলেছিলেন। তারা বিভিন্ন সেলুনে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এমন হেয়ার স্টাইল করিয়েছেন বলে জানিয়েছেন। এখানকার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা মাত্র কয়েক ঘণ্টার হলেও স্টাইলে যেন রাজ্যের অন্যান্য জায়গার কার্নিভালকেও হার মানায়।
Madhab Das