কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করার সময় যে গানটি গাইতেন, সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (Kacha Badam Singer)। গানটি ভাইরাল হওয়ার পরই তার বাড়িতে ভিড় জমতে শুরু করে দেশ-বিদেশের মানুষের। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বাংলাদেশ থেকেও ভিডিও ক্রিয়েটররা তার বাড়িতে ভিড় জমান এবং তাকে নিয়ে রিল ভিডিও তৈরি করেন। এরপর থেকেই তার ডাক পড়তে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এবং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের জন্য। তেমনি একদিন হঠাৎ তার ডাক পড়ে দাদাগিরিতে।
advertisement
দাদাগিরিতে তাকে নিয়ে যাওয়ার জন্য কলকাতা থেকে দুজন কর্মী ছুটে আসেন। তারা দুবরাজপুর থানায় বসে ভুবন বাদ্যকরের সঙ্গে কথা বলেন এবং তিনি দাদাগিরির মঞ্চে যেতে রাজি কিনা তা জানতে চান। এই অনবদ্য অফার পেয়ে স্বাভাবিকভাবেই ভুবন বাদ্যকর তা গ্রহণ করে নেন। তারপর সেই দিনই তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। একদিন পর সেখানে শুটিং হয় এবং সরাসরি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরির মঞ্চে নিজের দাদাগিরি দেখান ভুবন বাদ্যকর (Kacha Badam Singer)।
ভুবন বাদ্যকর দাদাগিরির মঞ্চে যাওয়ার আগেই বলেছিলেন, দাদার জন্য মিষ্টি এবং কাঁচা বাদাম নিয়ে যাবেন। সেইমতো তিনি তা নিয়েও যান। এর পরেই তিনি ঐ মঞ্চে ট্রফি জেতেন। জানা যাচ্ছে, ভুবন বাদ্যকরকে নিয়ে এই দাদাগিরি এপিসোড টিভির পর্দায় দেখানো হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এই দিনটির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।
Madhab Das