সোনাঝুরি হাটে আসা পর্যটকদের তরফ থেকে জানানো হয়েছে, তারা অনেকেই রয়েছেন যারা বহুদিন ধরেই সোনাঝুরি হাটের নাম শুনেছেন এবং সেই নাম শুনেই হাট দেখার ইচ্ছে তাদের মধ্যে ছিল। সেই ইচ্ছে পূরণ করতে এখন তারা এখানে এসে হাজির। তাদের দাবি অনুযায়ী এখানে জিনিসপত্রের দাম অনেক কম এবং দরকষাকষি করা যায়। এছাড়াও বিকল্প পৌষ মেলা দেখা এবং সোনাঝুড়ি হাট ঘুরে দেখা দুই হয়ে যাচ্ছে তাদের।
advertisement
আরও পড়ুন: আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? দ্রুত করুন এই কাজ, ভুগতে পারেন এই সমস্যায়
তবে ব্যবসায়ীদের তরফ থেকে আক্ষেপ করা হয়েছে পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বছর পৌষ মেলা না করার কারণে। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, বিকল্প পৌষ মেলা হলেও পূর্বপল্লীর মাঠের ঐতিহ্যবাহী পৌষ মেলার টানে যেভাবে পর্যটকদের আগমন হয়ে থাকে সেই আগমন হয়তো হবেনা। তবে তারা আশায় রয়েছেন যাতে পর্যটকরা শান্তিনিকেতন ঘুরতে এসে তাদের এই সোনাঝুরি হাটে একবার কেনাকাটা করে যান।সোনাঝুরি হাটে আগত পর্যটকদের তরফ থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার পাশাপাশি আদিবাসীদের সঙ্গে নাচ গানেও মাততে দেখা যায়। যে ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে।
Madhab Das