TRENDING:

Birbhum News : বিকল্প পৌষ মেলাতেও ভিড় বাড়ছে সোনাঝুরি হাটে, আশায় ব্যবসায়ীরা

Last Updated:

বীরভূমের মানচিত্রে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হল শান্তিনিকেতন এবং সোনাঝুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বীরভূমের মানচিত্রে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হল শান্তিনিকেতন এবং সোনাঝুরি। বছরের বিভিন্ন সময় এখানে পর্যটকদের আসতে দেখা যায়। পর্যটকদের সেই আনাগনার পরিপ্রেক্ষিতে এখানে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেন তাদের ব্যবসার জন্য। একসময় সোনাঝুরির এই হাট শনিবার এবং রবিবার হয়ে থাকলেও এখন তা প্রতিদিনই বসে। আবার যখন পৌষ মেলার সিজন সেই সময় ধাপে ধাপে পর্যটকদের ভিড় বাড়ছে এবং সেই ভিড় দেখে আশায় দিন গুণছেন স্থানীয় হাট ব্যবসায়ীরা।
advertisement

সোনাঝুরি হাটে আসা পর্যটকদের তরফ থেকে জানানো হয়েছে, তারা অনেকেই রয়েছেন যারা বহুদিন ধরেই সোনাঝুরি হাটের নাম শুনেছেন এবং সেই নাম শুনেই হাট দেখার ইচ্ছে তাদের মধ্যে ছিল। সেই ইচ্ছে পূরণ করতে এখন তারা এখানে এসে হাজির। তাদের দাবি অনুযায়ী এখানে জিনিসপত্রের দাম অনেক কম এবং দরকষাকষি করা যায়। এছাড়াও বিকল্প পৌষ মেলা দেখা এবং সোনাঝুড়ি হাট ঘুরে দেখা দুই হয়ে যাচ্ছে তাদের।

advertisement

আরও পড়ুন: Gratuity and Pension Rules: Modi সরকারের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত! গ্র্যাচুইটি-পেনশন নিয়ে কেন্দ্রের কড়া মনোভাব

আরও পড়ুন: আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? দ্রুত করুন এই কাজ, ভুগতে পারেন এই সমস্যায়

তবে ব্যবসায়ীদের তরফ থেকে আক্ষেপ করা হয়েছে পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বছর পৌষ মেলা না করার কারণে। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, বিকল্প পৌষ মেলা হলেও পূর্বপল্লীর মাঠের ঐতিহ্যবাহী পৌষ মেলার টানে যেভাবে পর্যটকদের আগমন হয়ে থাকে সেই আগমন হয়তো হবেনা। তবে তারা আশায় রয়েছেন যাতে পর্যটকরা শান্তিনিকেতন ঘুরতে এসে তাদের এই সোনাঝুরি হাটে একবার কেনাকাটা করে যান।সোনাঝুরি হাটে আগত পর্যটকদের তরফ থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার পাশাপাশি আদিবাসীদের সঙ্গে নাচ গানেও মাততে দেখা যায়। যে ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : বিকল্প পৌষ মেলাতেও ভিড় বাড়ছে সোনাঝুরি হাটে, আশায় ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল