Birbhum News: স্কুলের সামনে তাজা বোমা উদ্ধার! পুলিশের বদলে ঝুঁকি নিয়ে বোমা তুলল সাধারণ মানুষ! আবদারপুরে আতঙ্কের ছবি
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Birbhum Bomb Recover: সিউড়ি থানার অন্তর্গত আবদারপুরে স্কুলের পাশে তাজা বোমা উদ্ধার। পুলিশ কিংবা বম্ব স্কোয়াডের বদলে বোমা বালতিতে তুলল সাধারণ মানুষ। চরম আতঙ্কের ছবি।
বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি থানার অন্তর্গত আবদারপুর ১৬ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। আবদারপুর প্রাথমিক বিদ্যালয়ের মূল প্রবেশপথ সংলগ্ন রাস্তার পাশ থেকে উদ্ধার হল দু’টি তাজা বোমা। স্কুল থেকে মাত্র কয়েক হাত দূরে, এই রাস্তা দিয়ে প্রতিদিন পড়ুয়ারা যাতায়াত করে। সেখানেই পড়ে ছিল বোমাগুলি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও বোমা উদ্ধারের কাজ পুলিশ নয়, নিজের হাতে করেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের নির্দেশেই ঝুঁকি নিয়ে বোমাগুলি তুলে একটি বালতিতে ভরে নেওয়া হয়।
আরও পড়ুনঃ শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে ‘মানবতার দেওয়াল’, এগিয়ে দিন আপনার পুরনো বস্ত্র
স্থানীয় বাসিন্দা রাহুল বলেন, “আমরা এসে দেখি দু’টো বোমা পড়ে আছে। পুলিশ ভ্যান আসে। পুলিশ আমাকে বলে তুলতে। পাশের বাড়ির লোক বালতি এনে দেয়। ভয় লাগছিল ঠিকই, কিন্তু পুলিশ বলায় তুলে দিয়েছি। আমি তো রাজমিস্ত্রি, পুলিশের লোক নই।” আরেক বাসিন্দা পাপু মণ্ডল জানান, “সকালবেলায় এক ছাত্রের বাবা প্রথম বোমা দেখতে পান। ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। বাচ্চারা আজ বড় বিপদ থেকে বেঁচে গিয়েছে।”
advertisement
advertisement

উদ্ধার হওয়া বোমা
উল্লেখযোগ্যভাবে, গত এক মাসের মধ্যে দ্বিতীয়বার আবদারপুর এলাকায় প্রকাশ্যে বোমা উদ্ধারের ঘটনা ঘটল। স্থানীয়দের দাবি, এর আগেও একই পাড়ায় বোমা পাওয়া গিয়েছিল। তবুও সেভাবে তদন্ত বা কড়া নজরদারি দেখা যায়নি। সেই কারণেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে। স্থানীয়দের আরও অভিযোগ, পুলিশ বোম স্কোয়াড না ডেকে এবং নিরাপত্তা বলয় তৈরি না করেই তড়িঘড়ি বোমা সরিয়ে নিয়ে যায়। এতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল বলেই মত তাদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক বাসিন্দার কথায়, “হাতে করে কখনও বোমা তোলা যায় না। আমরা তো সবসময় দেখি বম্ব স্কোয়াড এসে নির্দিষ্ট নিয়ম মেনেই বোমা উদ্ধার করে। এখানে তা একেবারেই মানা হয়নি।” এ বিষয়ে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 19, 2025 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: স্কুলের সামনে তাজা বোমা উদ্ধার! পুলিশের বদলে ঝুঁকি নিয়ে বোমা তুলল সাধারণ মানুষ! আবদারপুরে আতঙ্কের ছবি










