পৌষমেলার আগে শান্তিনিকেতনে শুরু 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব', বিশিষ্ট শিল্পীদের গান-নাচ স্বচক্ষে দেখার সেরা সুযোগ, বিনামূল্যে সকলের প্রবেশ

Last Updated:

Birbhum News: শান্তিনিকেতনে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গের পাশাপাশি মোট আটটি রাজ্যের শিল্পীদের নিয়ে শুরু হল পাঁচদিনের 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব'। বিভিন্ন রাজ্যের প্রায় ৬০০ জন শিল্পী এখানে অংশগ্রহণ করেছেন।

+
সৃজনী

সৃজনী শিল্পগ্রাম 

বীরভূম, সৌভিক রায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রঙে বিভিন্ন আবেগে সেজে ওঠে এই শান্তিনিকেতন। আর সেই কারণেই পর্যটকদের ঢল নামে এখানে। পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনে পালিত হয় ১২ মাসের ১৩ পার্বণ। আর সেই মতো বোলপুর শান্তিনিকেতনে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গের পাশাপাশি মোট আটটি রাজ্যের শিল্পীদের নিয়ে শুরু হল পাঁচদিনের ‘পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব’।
বিভিন্ন রাজ্যের প্রায় ৬০০ শিল্পী এখানে অংশগ্রহণ করেছেন। মহোৎসব চলবে চলতি মাসের ২১ ডিসেম্বর পর্যন্ত। ২৩ ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী পৌষমেলা। তার আগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সৃজনী শিল্পগ্রাম সেজে উঠেছে। প্রত্যেক বছরের মতো ডিসেম্বরের শেষে এককথায় উৎসবের মেজাজে কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন।
আরও পড়ুনঃ  পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা আশীষ গিরি জানান, “পাঁচদিনের এই উৎসবে বিভিন্ন লোকসংস্কৃতি উপস্থাপন করা হবে। কোনও ধরনের টিকিট প্রয়োজন নেই প্রবেশের জন্য। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা যে কেউ এই উৎসব দেখতে পারবেন। এটা আমাদের সবচেয়ে বড় উৎসব। রাজ্যের বাইরে থেকে প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। রাজ্যের বহু লোকশিল্পী উৎসবে যোগ দিয়েছেন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট, ছাড়ল না আন্ডারপাসও! যানজটের আরেক নাম ধুলাগড়, দেখুন কী অবস্থা
বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকেরা সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এখানে আসতে পারবেন। উৎসবে প্রদর্শিত হচ্ছে অসমের বিহু, ত্রিপুরার হোজগিরি, ওড়িশার সম্বলপুরীর পাশাপাশি নুয়াখাই, মণিপুরের মণিপুরী নৃত্য, ঝাড়খণ্ডের ঝুমুর নৃত্য প্রভৃতি। এছাড়াও এই রাজ্যের পটের গান, ছৌ নৃত্য, বাউল গান, আদিবাসী নৃত্য, মাহালী ঝুমুর, ভাদু গান, নাম সংকীর্তন, বোলান গান, ঢোল বাদন, পুতুল নাচ, সাঁওতালি নৃত্য, শ্রী খোল, চাদর বাঁধুনি, লাঠি খেলা, ঢালী নাচ, কাঠি নাচ, ভাওয়াইয়া, লোকগীতি, দাঁশাই নাচ, গম্ভীরা ও কবিতা চর্চা-সহ আরও অনেক কিছু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই এই সময় বোলপুর শান্তিনিকেতনে থাকলে পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব দেখার সুযোগ মিস করবেন না ভুলেও। আজই ঘুরে আসুন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পৌষমেলার আগে শান্তিনিকেতনে শুরু 'পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব', বিশিষ্ট শিল্পীদের গান-নাচ স্বচক্ষে দেখার সেরা সুযোগ, বিনামূল্যে সকলের প্রবেশ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement