আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? দ্রুত করুন এই কাজ, ভুগতে পারেন এই সমস্যায়

Last Updated:

বর্তমানে ১,১০০টি সরকারি স্কিমে আধার ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ৩১৯টি প্রকল্প কেন্দ্রীয় সরকার চালাচ্ছে।

আধার কার্ড। প্রতীকী ছবি
আধার কার্ড। প্রতীকী ছবি
#নয়া দিল্লি: আধার কার্ড সম্পর্কিত জরুরি আপডেট। আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে গেলে, এখনই আপডেট করিয়ে নিন। না হলে অনেক সমস্যাতে পড়তে হতে পারে। ইতিমধ্যে UIDAI-ও গ্রাহকদের জানিয়েছে, পুরনো আধার কার্ডগুলি সময়মতো আপডেট করিয়ে নিতে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বলেছে যে, যাঁদের আধার ১০ বছরের বেশি পুরনো, তাঁদের আধারের তথ্য আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে কার্ড সংক্রান্ত কোনও তথ্য পরিবর্তন হয়ে থাকলে, তাও ডাটাবেজে আপডেট করতে হবে।
UIDAI জানিয়েছে যে আপনি অনলাইনেও আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। অফলাইন আপডেটের জন্য আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
advertisement
advertisement
সরকারি প্রকল্পগুলিতে আধার ব্যবহার করা হয়। ফলে পুরনো আধার কার্ড সময়মতো আপডেট না থাকলে অনেক সমস্যা তৈরি হতে পারে। যাঁদের আধার ১০ বছরের বেশি পুরানো হয়ে গেছে, তাঁদের অবশ্যই আপডেট করা উচিত।
আপডেটের জন্য প্রথমে myaadhaar পোর্টালে গিয়ে অনলাইনে তথ্য সংশোধন করতে হবে। এর সঙ্গে পরিচয় প্রমাণ এবং ঠিকানা প্রমাণ সম্পর্কিত নথিগুলিও আপলোড করতে হবে। যদি কোনও গ্রাহক তাঁর তথ্য অনলাইনে আপডেট করতে না পারেন, তবে তিনি আধার কেন্দ্রে গিয়ে এটি আপডেট করতে পারেন।
advertisement
সমস্ত নথির ফটোকপিও কেন্দ্রে জমা দিতে হবে। বর্তমানে ১,১০০টি সরকারি স্কিমে আধার ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ৩১৯টি প্রকল্প কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক, এনবিএফসি সহ সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য আধার ব্যবহার করছে। UIDAI গ্রাহকদের উপদেশ দিয়েছে আধার কার্ড ১০ বছর হয়ে গেলে অবশ্যই আপডেট করা জরুরি।
advertisement
আপডেটের জন্য যদি কোনও গ্রাহক আধার কেন্দ্রে গিয়ে তথ্য আপডেট করতে চান, তাহলে তাকে ফি দিতে হবে। তবে অনলাইনে আপডেট করার জন্য কোনও ফি নেওয়া হচ্ছে না। আধার কেন্দ্রে তথ্য যাচাই করতে আঙুলের ছাপ, ছবি এবং আইরিশ স্ক্যান করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? দ্রুত করুন এই কাজ, ভুগতে পারেন এই সমস্যায়
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement