প্রবল ঠান্ডা ও অন্ধকারে জমে পূর্ব আমেরিকার ক্রিসমাসের সকাল, তুষারঝড়ে মৃত ৩১

Last Updated:

শুধুমাত্র বাফেলোই নয়, পূর্ব আমেরিকার একাধিক স্টেটের কমপক্ষে ২ লক্ষ মানুষ এই তুষারঝড়ের ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন। কলোরাডো সহ ৯টি স্টেটে মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। যার মধ্যে কলোরাডোতে মারা গিয়েছেন ৪ জন।

#আমেরিকা: ক্রিসমাসের দিনটা যেন আতঙ্কের ঘোরেই কাটতে চলেছে আমেরিকার একাংশের মানুষের কাছে। তুষারঝড়ে বিধ্বস্ত পূর্ব আমেরিকার বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই প্রবল ঠান্ডায় অথবা তুষারঝড়ের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১ জনের।
তুষারঝড়ে সবচেয়ে খারাপ অবস্থা ওয়েস্টার্ন নিউ ইয়র্কের বাফেলোর। ঝড়ের পরে গোটা শহরটাই প্রায় ৮ ফুট বরফের স্তরের নীচে ঢাকা পড়ে গেছে। হাজার চেষ্টা করেও বিপর্যস্ত মানুষদের কাছে পৌঁছতে পারছে না আপৎকালীন বাহিনীর সদস্যেরা। বিদ্যুৎহীন একাধিক এলাকা। কোথাও গাড়ির ভিতর থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে, কোথাও স্নো-ব্যাঙ্কের নীচ থেকে। বন্ধ শহরের আন্তর্জাতিক বিমানবন্দর, নিষিদ্ধ করা হয়েছে গাড়ির চলাচলও।
advertisement
advertisement
বাফেলোর বাসিন্দা তথা নিউ ইয়র্কের গভর্নর ক্য়াথি হোচুল বলেন, "মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে গাড়ির স্তূপ। রবিবার সন্ধে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমরা সকলকে বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দিয়েছিলাম। কারণ, বাইরে তাপমাত্রা এত নেমে গিয়েছিল যে, কোনও মুহূর্তেই মানুষ মারা যেতে পারতেন।"
advertisement
আবওহাওয়া দফতরের খবর, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নীচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হয়েছে ফুটন্ত জল।
প্রবল তুষারঝড়ের কারণে বহু জায়গার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। আমেরিকার বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন লাইব্রেরি এবং থানায় খোলা হয়েছিল ওয়ার্মিং সেন্টার। প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে সেখানে।
advertisement
শুধুমাত্র বাফেলোই নয়, পূর্ব আমেরিকার একাধিক স্টেটের কমপক্ষে ২ লক্ষ মানুষ এই তুষারঝড়ের ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন। কলোরাডো সহ ৯টি স্টেটে মৃত্যু হয়েছে মোট ৩১ জনের। যার মধ্যে কলোরাডোতে মারা গিয়েছেন ৪ জন।
অধিকাংশ মানুষই ক্রিসমাসের সকালে ঘুম থেকে উঠে দেখেছেন, বাড়িতে বিদ্যুৎ নেই। বিভিন্ন জায়গায় বাতিল করা হয়েছে বিমান এবং রেল পরিষেবা। তাই ক্রিসমাস হলিডে প্ল্যান বাতিল করতে বাধ্য হয়েছেন অনেকেই। যদিও পাঁচদিন ধরে চলা তুষারঝড়ের গতি এখন অনেকটাই স্তিমিত।
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রবল ঠান্ডা ও অন্ধকারে জমে পূর্ব আমেরিকার ক্রিসমাসের সকাল, তুষারঝড়ে মৃত ৩১
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement