Suri-Digha AC Bus: পর্যটকদের জন্য সুখবর! মাত্র ৬০০ টাকায় সিউড়ি থেকে সরাসরি দিঘা, জেনে নিন নতুন এসি বাসের সময়সূচী
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Suri-Digha AC Bus Service: সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য সুখবর। সিউড়ি–দিঘা রুটে চালু হল নতুন এসি বাস পরিষেবা, যা যাতায়াতকে করবে আরও আরামদায়ক ও সহজ। জেনে নিন সময়সূচী, ভাড়া
advertisement
1/5

সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য সুখবর। রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ করতে সিউড়ি-দিঘা রুটে চালু হল নতুন ঝকঝকে এসি বাস পরিষেবা। বৃহস্পতিবার থেকেই এই নতুন পরিষেবার যাত্রা শুরু হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
দিঘায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। সেই তালিকায় সিউড়ি ও আশপাশের এলাকার মানুষও রয়েছেন। এতদিন সরাসরি আরামদায়ক বাস পরিষেবার অভাবে ভোগান্তির মুখে পড়তে হত যাত্রীদের। নতুন এই এসি বাস চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হল।
advertisement
3/5
সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই এসি বাস পরিষেবার শুভ সূচনা হয়। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থা এই বাস পরিষেবা পরিচালনা করবে এবং প্রতিদিন নিয়মিতভাবে সিউড়ি ও দিঘার মধ্যে এই বাস চলাচল করবে।
advertisement
4/5
পরিষেবা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিউড়ি থেকে দিঘার উদ্দেশ্যে বাসটি রওনা দেবে। একইভাবে প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটেই দিঘা থেকে সিউড়ির উদ্দেশ্যে আরেকটি বাস ছাড়বে।
advertisement
5/5
এই এসি বাসে যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে মাথাপিছু প্রায় ৬০০ টাকা। নতুন এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত যেমন আরামদায়ক হবে, তেমনই পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Suri-Digha AC Bus: পর্যটকদের জন্য সুখবর! মাত্র ৬০০ টাকায় সিউড়ি থেকে সরাসরি দিঘা, জেনে নিন নতুন এসি বাসের সময়সূচী