প্রলয় নায়েক জানান, ৯০.৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষা দিয়েছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবেই হয়েছে পরীক্ষা। তবে সকাল ১০:০১ মিনিট থেকে প্রায় ২৫ মিনিট কোন কারণ ছাড়াই হাটজানবাজারের রেলগেট পড়েছিল। তার দাবি এই সময়ের মধ্যে কোনরকম ট্রেন চলাচল না করলেও অজানা কারণে রেলগেট পড়ে থাকার পর ফের রেলগেট তুলে দেওয়া হয়। এর ফলে পরীক্ষার্থীদের বেশ কয়েকজনকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।
advertisement
আরও পড়ুন : বসেছে মেলা, অঘ্রাণের হেমন্তে নবান্ন উৎসবে মাতোয়ারা রাজ্যের শস্য ভাণ্ডার বর্ধমান
হাটজান বাজার রেলগেট নিয়ে সমস্যা দীর্ঘদিনের। সিউড়ি বোলপুর রাস্তার উপর থাকা এই রেলগেটটি যাতায়াতের ক্ষেত্রে বহু মানুষের সমস্যা তৈরি করে। এই সমস্যা সমাধানের জন্য পাঁচ বছর ধরে সেখানে একটি ওভারব্রিজ তৈরি হচ্ছে। যদিও নির্মাণকারী সংস্থার সঙ্গে আইনি ঝামেলায় সেই কাজ বন্ধ রয়েছে। তবে সেই রেল ওভারব্রিজ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে দিন কয়েক আগেই সিউড়িতে এসে দাবি করেছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।
আরও পড়ুন : স্বাভাবিকভাবেই সম্পন্ন হল টেট পরীক্ষা, জানুন কেমন পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা
অন্যদিকে পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে দাবি করেছেন, পরীক্ষার প্রশ্নপত্র খুব ভালো ছিল এবং তারা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করার পর এই পরীক্ষা দিতে পেরে খুশি হয়েছেন।