Nadia News: স্বাভাবিকভাবেই সম্পন্ন হল টেট পরীক্ষা, জানুন কেমন পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা

Last Updated:

জানা যায় নদিয়া জেলা জুড়েও ৮৮ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৪০০ জন। তবে সূত্রের খবর অনুযায়ী জেলায় মোট পরীক্ষা দিয়েছেন ৪১৫৮০ জন পরীক্ষার্থী

+
পরীক্ষার্থীদের

পরীক্ষার্থীদের সম্পূর্ণভাবে চেকিং করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে

#নদিয়া: প্রায় পাঁচ বছর পর রাজ্যে সম্পন্ন করা হল টেট পরীক্ষা। জানা যায় গোটা রাজ্যের টেট পরীক্ষা দিয়েছে ছয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী। রাজ্যের পাশাপাশি নদিয়া জেলা জুড়েও ৮৮ টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭৪০০ জন। তবে সূত্রের খবর অনুযায়ী জেলায় মোট পরীক্ষা দিয়েছেন ৪১৫৮০ জন পরীক্ষার্থী। এদিন গোটা জেলা জুড়ে পুলিশি পাহারা ও কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে টেট পরীক্ষা সম্পন্ন করা হল।
পরীক্ষার বেশ কিছু সময় আগেই পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষার্থীদের উপস্থিতির লক্ষ্য করা গিয়েছে। কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারার মধ্যে নির্বিঘ্নে জেলার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা টেট পরীক্ষা দিলেন বলে জানা যায়। প্রত্যেক পরীক্ষার্থীরাই নিজেদের পরিচয় পত্র এবং এডমিট কার্ড সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে এদিন পরীক্ষা দিলেন।
advertisement
advertisement
প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছিল পুলিশের নজরদারি।
নদিয়ার কৃষ্ণগঞ্জে মাজদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, মাজদিয়া রেলবাজার হাই স্কুল এবং কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি হাই স্কুলে টেট পরীক্ষার আসন পরে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই নির্বিঘ্নে স্বাভাবিকভাবেই পরীক্ষা হয়েছে বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা। এছাড়াও প্রশ্নপত্র নিয়ে ও তাদের কোনও অভিযোগ নেই।
advertisement
পরীক্ষার্থীদের থেকে জানা যায়, পরীক্ষা যেমন স্বচ্ছ স্বাভাবিকভাবে হয়েছে ঠিক তেমনি টেটের ফলাফলও যাতে স্বচ্ছ স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। টেট পরীক্ষা নিয়ে একাধিক দুর্নীতির খবর এর আগেই উঠে এসেছে খবরের শিরোনামে। সেই কারণেই পরীক্ষার্থীদের দাবি যাতে এবারে টেট পরীক্ষা এবং তার ফলাফল স্বচ্ছ ও স্বাভাবিকভাবেই সম্পন্ন করা হয়।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: স্বাভাবিকভাবেই সম্পন্ন হল টেট পরীক্ষা, জানুন কেমন পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement