Hooghly News: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়, টেট পরীক্ষা দিতে এসে ঘুরে গেলেন স্পট

Last Updated:

ডিসেম্বরের দ্বিতীয় রবিবার সাপ্তাহিক ছুটির দিন।ঠান্ডা সেভাবে পড়েনি। তবুও ভিড় হল ব্যান্ডেল চার্চে। তবে এই ভিড় কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য নয়। উপচে পড়া ভিড় টেট পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের৷

+
ব্যান্ডেল

ব্যান্ডেল চার্চে ভিড়ের ছবি

#হুগলি: ডিসেম্বরের দ্বিতীয় রবিবার সাপ্তাহিক ছুটির দিন।ঠান্ডা সেভাবে পরেনি। তবুও ভিড় হল ব্যান্ডেল চার্চে। ঠিক যেমনটা পঁচিশে ডিসেম্বর বা বড় দিনের দিন ব্যান্ডেল চার্চে ভিড় দেখা যায়। তবে এই ভিড় কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য নয়। উপচে পড়া ভিড় টেট পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের।
রবিবার টেট পরীক্ষা হয়েছে রাজ্যে জুড়ে। হুগলিতে মোট ৩০৮৮১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। ৬৪ টি কেন্দ্রে হয়েছে টেট পরীক্ষা।পরীক্ষার সময় সীমা ছিল দুপুর ১২টা থেকে ২.৩০ পর্যন্ত মোট আড়াই ঘন্টা । পরীক্ষার্থীরা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন পরীক্ষা দিতে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। সেই কারণেই পরীক্ষার্থীর অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের সামনে থাকতে দেওয়া হয়নি । অগত্যা কাছাকাছি ডেস্টিনেশান ব্যন্ডেল চার্চ ঘুরে আসা।
advertisement
advertisement
বড় দিনে ব্যান্ডেল চার্চে প্রবেশে নিষেধ থাকে। অন্য সময় খোলা থাকে চার্চ। চারশো বছরের প্রাচীন পর্তুগিজ চার্চের স্থাপত্য দেখতে তাই ভিড় জমান টেট পরীক্ষা কেন্দ্রে আসা মানুষ জন।
advertisement
ব্যান্ডেল চার্চে পরীক্ষার অভিভাবকেরা এসে অনেকেই নিজেদের প্রিয়জনের জন্য প্রার্থনাও করেন। অনেককেই দেখা গেল ধুপ মোমবাতি জ্বালিয়ে ভগবান যীশুর কাছে প্রার্থনা করতে। রবিবারের দুপুরে একদিকে যেমন টেট পরীক্ষার জন্য অভিভাবকদের উদ্বেগ। অন্যদিকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চলে যাওয়ার পর ছোট্ট একটু ভ্রমণ করে ভালো সময় কাটিয়ে নিতে ব্যস্ত ছিলেন তারা। অনেকেই শীতের দুপুরের মিঠে রোদ উপভোগ করেছেন ব্যান্ডেল চার্চ এর বারান্দায় বসে।
advertisement
Rahi Halder
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়, টেট পরীক্ষা দিতে এসে ঘুরে গেলেন স্পট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement