তারপর থেকে তার কাছে যে সকল মেয়েরা প্রশিক্ষণ নিয়েছেন তারা প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি একের পর এক জায়গা থেকে পদক ছিনিয়ে নিয়ে এসেছেন। জাতীয় স্তর ছাড়াও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় রাশিয়া, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে পদক ছিনিয়ে নিয়ে এসেছেন তার ছাত্রীরা।
আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি! ক্ষতিপূরণ পাওয়ার উপায় বাতলাতে প্রচারে নামল ট্যাবলো
advertisement
সম্প্রতি ২৪ জুলাই আসানসোলের ব্যারেট ক্লাবে হয়ে যাওয়া রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগীতায় তাঁর ১৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রত্যেকেই পদক জিতে এক অনন্য নজির গড়েছেন বীরভূমের বুকে। বীরভূম পুলিশের এই কর্মীর বীরভূম ছাড়াও হুগলির ভদ্রেশ্বরেও চলে ক্লাস।
আরও পড়ুনঃ এক টাকার ডাক্তার সুশোভন ব্যানার্জির শেষ যাত্রা, চোখের জলে বিদায়
যখন ক্যারাটের মতো একটি জনপ্রিয় খেলাকে অন্যান্য প্রশিক্ষকরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন তখন পুলিশের মতো একটি ডিপার্টমেন্টে থেকেও কাজের ফাঁকে ছোটো ছোটো ছেলেমেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করে চলেছেন তিনি। একেবারে গ্রামগঞ্জ থেকে শহর সব স্তরের ছেলেমেয়েরা যাতে আত্মরক্ষায় পারদর্শী হয়ে ওঠে এবং খেলাধুলার প্রতি মনোযোগী হয়ে ওঠে তার জন্য তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন সকল স্তরের মানুষ।
Madhab Das