TRENDING:

Birbhum news: শাড়ি থেকে ম‍্যাচিং গয়না, সবই পাবেন এক ছাদের তলায়! পুজোর আগে চমকে দেবে এই প্রদর্শনী

Last Updated:

অপেক্ষার আর মাত্র ১৮ দিন এর পর বাঙালি মেতে উঠবে মায়ের আরাধনার। আর এই পুজোর আগে টুকিটাকি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এক ছাদের তলায়।আর সেগুলি কিনতে ভিড় জমাচ্ছেন মহিলারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দিন গোনার প্রহর শুরু। অপেক্ষার আর মাত্র ১৮ টা দিন। এরপরেই বাঙালি মেতে উঠবে মা দুর্গার আরাধনায়। উমা ফিরবেন নিজের বাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে।
advertisement

ঠাকুরদালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি। শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মহিষাসুরমর্দিনী।আর পুজো মানেই আনন্দ উল্লাসে মেতে উঠে মায়ের আরাধনা আর তার সঙ্গে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া নিজের প্রিয় মানুষের সঙ্গে।

আর পুজো মানেই রয়েছে নতুন পোশাক থেকে শুরু করে অলঙ্কার কেনার, অর্থা‍ত্‍ নিজেকে সাজিয়ে তোলার ধুম। এবার সেই সমস্ত টুকিটাকি পাওয়া যাচ্ছে এক ছাদের তলায়।পালকি অফলাইন এক্সিবিশনের মাধ্যমে মহিলারা নিয়ে এসেছেন নিত্য নতুন জিনিসপত্র।

advertisement

আরও পড়ুন: ৫০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো! বিসর্জনের আগে বিতরণ করা হয় চকোলেট

View More

যেখানে খুবই স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে মেয়েদের শাড়ি, বিভিন্ন অলংকার। এক্সিবিশনের এক সদস্যা অদ্রিজা দেবনাথ জানান এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট যেমন নিজেদের ছবি দিয়ে যে কোনও জিনিস, মোবাইল কভার থেকে শুরু করে মানিব্যাগ ফটো ফ্রেম সবই পাওয়া যাবে।

advertisement

প্রত্যেক বছর পুজোর আগে এমন এক্সিবিশন করে থাকেন তাঁরা বলে জানা যায়।সকাল থেকেই বিভিন্ন রকমের জিনিস কিনতে আট থেকে আশি বছর মহিলাদের ভিড় জমেছে।

এই বিষয়ে এক ক্রেতা সুমনা চ্যাটার্জী আমাদের জানান প্রত্যেক বছর তিনি এই এক্সিবিশন এ আসেন এবং নিজের পরিবারের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে যান।খুবই স্বল্প মূল্যে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: শাড়ি থেকে ম‍্যাচিং গয়না, সবই পাবেন এক ছাদের তলায়! পুজোর আগে চমকে দেবে এই প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল