ঠাকুরদালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি। শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মহিষাসুরমর্দিনী।আর পুজো মানেই আনন্দ উল্লাসে মেতে উঠে মায়ের আরাধনা আর তার সঙ্গে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া নিজের প্রিয় মানুষের সঙ্গে।
আর পুজো মানেই রয়েছে নতুন পোশাক থেকে শুরু করে অলঙ্কার কেনার, অর্থাত্ নিজেকে সাজিয়ে তোলার ধুম। এবার সেই সমস্ত টুকিটাকি পাওয়া যাচ্ছে এক ছাদের তলায়।পালকি অফলাইন এক্সিবিশনের মাধ্যমে মহিলারা নিয়ে এসেছেন নিত্য নতুন জিনিসপত্র।
advertisement
আরও পড়ুন: ৫০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো! বিসর্জনের আগে বিতরণ করা হয় চকোলেট
যেখানে খুবই স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে মেয়েদের শাড়ি, বিভিন্ন অলংকার। এক্সিবিশনের এক সদস্যা অদ্রিজা দেবনাথ জানান এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট যেমন নিজেদের ছবি দিয়ে যে কোনও জিনিস, মোবাইল কভার থেকে শুরু করে মানিব্যাগ ফটো ফ্রেম সবই পাওয়া যাবে।
প্রত্যেক বছর পুজোর আগে এমন এক্সিবিশন করে থাকেন তাঁরা বলে জানা যায়।সকাল থেকেই বিভিন্ন রকমের জিনিস কিনতে আট থেকে আশি বছর মহিলাদের ভিড় জমেছে।
এই বিষয়ে এক ক্রেতা সুমনা চ্যাটার্জী আমাদের জানান প্রত্যেক বছর তিনি এই এক্সিবিশন এ আসেন এবং নিজের পরিবারের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে যান।খুবই স্বল্প মূল্যে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে।
সৌভিক রায়