TRENDING:

Durga Puja 2023: অভিনেতা বাদশা মৈত্রের উদ্যোগ,ডোকরার দুর্গা শান্তিনিকেতনে

Last Updated:

Durga Puja 2023 : শিল্প-সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনে প্রখ্যাত অভিনেতা শিল্পী বাদশা মৈত্র ও তাঁর সংস্থা তাঞ্জিলের উদ্যোগে 'দুর্গা' শীর্ষক অভিনব এক ডোকরা শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : অভিনেতা বাদশা মৈত্রের উদ্যোগে দুর্গাপুজোর আগেই ‘ডোকরার দুর্গা’প্রতিমা প্রদর্শনী শুরু হল শান্তিনিকেতনে। ২০ অক্টোবর পর্যন্ত শ্যামবাটির ‘তাঞ্জিলে’ চলবে এই প্রদর্শনী। যে কেউ চাইলে এই প্রদর্শনীতে গিয়ে উপভোগ করতে পারবেন ডোকরা শিল্পীদের এই অভিনব শিল্পকলা।
advertisement

শিল্প-সংস্কৃতির পীঠস্থান শান্তিনিকেতনে প্রখ্যাত অভিনেতা শিল্পী বাদশা মৈত্র ও তাঁর সংস্থা তাঞ্জিলের উদ্যোগে ‘দুর্গা’ শীর্ষক অভিনব এক ডোকরা শিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের ও আকৃতিতে দুর্গার উপরে একাধিক শিল্প সম্ভার এখানে প্রদর্শিত হচ্ছে এখানে।

আরও পড়ুন: পুজোর থিম ‘চন্দ্রযান ৩’, দেখবেন নাকি ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে? চলে আসুন এখানে

advertisement

বাদশা মৈত্র বলেন, \”দুর্গাপুজোর সময় কেউ পোষাকের ডিজাইন, কেউ খাবারের অভিনবত্ব, কেউ সাহিত্য নিয়ে ভাবেন। আমরা ক্রাফট নিয়ে ভেবেছি৷ এই ডোকরা শিল্প হারিয়ে যাচ্ছে। এই শিল্পকে বাঁচাতে আমরা একটা উদ্যোগ নিয়েছি।\”অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, তাঞ্জিল বিভিন্ন শিল্পীদের শিল্পকলা তুলে ধরেছে তাতে শিল্পীরা অনুপ্রাণিত হবেন। এছাড়াও সবাইকে অনুরোধ করেন এই প্রদর্শনী দেখার জন্য।

advertisement

View More

আরও পড়ুন: পুজোর থিম বাংলার চালচিত্র, জানুন কোথায়

লৌকিক ভাস্কর্যে সারা পৃথিবীতে ভারতবর্ষ ডোকরা শিল্পে অনেক এগিয়ে। এদেশে বাংলার সঙ্গে অন্যান্য রাজ্যেও যুগ-যুগান্তর ধরে ডোকরা শিল্প ধাপে ধাপে উন্নতি লাভ করেছে৷ কিন্তু, আধুনিক পুঁজিবাদী অর্থনীতির চাপে শিল্পটি এখন ক্ষয়িষ্ণু প্রায়৷ সচরাচর মানুষজন ডোকরার কাজগুলিকে শুধুমাত্র হস্তশিল্পের আঙ্গিকেই দেখতে অভ্যস্ত।

advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Durga Puja 2023: অভিনেতা বাদশা মৈত্রের উদ্যোগ,ডোকরার দুর্গা শান্তিনিকেতনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল