Durga Puja 2023: পুজোর থিম 'চন্দ্রযান ৩', দেখবেন নাকি ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে? চলে আসুন এখানে

Last Updated:

Durga Puja 2023: চন্দ্রযান ৩ কাছ থেকে দেখতে হলে চলে আসুন বীরভূমের এই পুজো মণ্ডপে। পুজোতে থিমের চমক দিতে এ বছর রামপুরহাটের চাঁদমারি আবাসিক বৃন্দ ক্লাব তাদের পুজোর থিম রেখেছেন চন্দ্রযান ৩।

+
পুজোর

পুজোর থিম 'চন্দ্রযান ৩'

বীরভূম: চন্দ্রযান ৩ কাছ থেকে দেখতে হলে চলে আসুন বীরভূমের এই পুজো মণ্ডপে। পুজোতে থিমের চমক দিতে এ বছর রামপুরহাটের চাঁদমারি আবাসিক বৃন্দ ক্লাব তাদের পুজোর থিম রেখেছেন চন্দ্রযান ৩। মণ্ডপটি তৈরি হচ্ছে হুবহু চন্দ্রযান ৩-এর অনুকরণে। বিক্রম ল্যান্ডারও বাদ পড়ছে না তাদের থিমের থেকে।
দিন গোনার প্রহর শুরু। অপেক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এরপরেই বাঙালিরা মেতে উঠবে মা দুর্গার আরাধনায়। উমা ফিরবেন নিজের বাড়ি। এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে।ঠাকুরদালানের এক কোণে ধীরে ধীরে ফুটে উঠছে উমার মৃন্ময়ী মূর্তি। শিল্পীর হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মহিষাসুরমর্দিনী। একদিকে যখন রয়েছে বারোয়ারি পুজো তেমনই রয়েছে থিমের চমক। একদম নতুন একটা থিমের চমক নিয়ে হাজির হয়েছে বীরভূমের রামপুরহাটের চাঁদমারি আবাসিক বৃন্দ ক্লাব। তাদের এই বছরের পুজোর থিম রয়েছে চন্দ্রযান ৩।
advertisement
আরও পড়ুন- শুভশ্রীর কোলে তোয়ালে মোড়া একরত্তি, কে এই শিশুকন্যা? তবে কি স্বপ্নপূরণ হল নায়িকার?
advertisement
আরও পড়ুন- ভানুরেখা জেমিনি গণেশন থেকে ‘এভারগ্রীন রেখা’, জন্মদিনে জেনে নিন বলি ডিভার ‘অজানা’ কাহিনি
আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে হুবহু চন্দ্রযান ৩-এর আদলে মণ্ডপ। ক্লাবের এই বছরে পুজো ১৯ তম বর্ষে পদার্পণ করেছে।প্রত্যেক বছর তাদের পুজোয় থাকে নতুনত্ব চমক। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ভারতের এমন সাফল্যের কাণ্ডারি ইসরোর বিজ্ঞানীরা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছেন। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেও এই মিশনে অংশ নিয়েছেন একাধিক মহাকাশ বিজ্ঞানী। এই সকল মহাকাশ বিজ্ঞানীদের মধ্যেই অন্যতম বীরভূমের বাসিন্দা বিজয় কুমার দাই। দুঃস্থ পরিবারের এই মহাকাশ বিজ্ঞানীই এখন চাঁদ জয়ের অন্যতম কাণ্ডারি। তাকে দিয়েই এ বছরের পুজোর উদ্বোধন করতে চায় ক্লাবের সদস্যরা।
advertisement
উল্লেখ্য, কয়েকদিন আগে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস থেকে রকেট উৎক্ষেপন করা হয়। উৎক্ষেপণের দীর্ঘ ৪০ দিন পর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রম। সঠিক অবতরণের পর সকল ভারতীয় গর্বিত। সকল ভারতবাসীর কথা চিন্তা করে এই বছরের পুজোর থিম চন্দ্রযান ৩।
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বীরভূম/
Durga Puja 2023: পুজোর থিম 'চন্দ্রযান ৩', দেখবেন নাকি ল্যান্ডার বিক্রমকে কাছ থেকে? চলে আসুন এখানে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement