ঘটনা হল, বীরভূমের লালন সেখ বগটুই গণহত্যার অন্যতম মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে সে সিবিআই হেফাজতে ছিল। হেফাজতে থাকাকালীন সিবিআই ক্যাম্পের বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ সোমবার থেকে গর্ভগৃহ বন্ধ, তারাপীঠে কোথায় হবে মা তারার পুজো? জানুন
এছাড়া লালন সেখের যে বাড়িতে বোমা উদ্ধার করা হয়েছে সেই বাড়িও সিবিআই সিল করেছিল। পরবর্তীতে সেই বাড়ি খুলে দেওয়া হয়। বর্তমানে লালন সেখের পরিবারের লোকজন সেখানে বসবাস করে বলে এলাকা সূত্রে জানা গিয়েছে।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 1:32 PM IST