বীরভূম: আবার বীরভূমের বগটুই গ্রাম থেকে উদ্ধার বোমা। এবার বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত লালন সেখের বাড়ির পাশে থেকে বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুলিশ সূত্র মারফত জানতে পারে যে, লালন সেখের বাড়ির পাশে এক ড্রাম বোমা রাখা আছে। সেই মত এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে পুলিশ বাগানের মধ্যে এক ড্রাম বোমা মাটির তলায় পোঁতা অবস্থায় পায়। এরপরেই ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে সিআইডি বোম্ব স্কোয়াডকে।
advertisement
ঘটনা হল, বীরভূমের লালন সেখ বগটুই গণহত্যার অন্যতম মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে সে সিবিআই হেফাজতে ছিল। হেফাজতে থাকাকালীন সিবিআই ক্যাম্পের বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এছাড়া লালন সেখের যে বাড়িতে বোমা উদ্ধার করা হয়েছে সেই বাড়িও সিবিআই সিল করেছিল। পরবর্তীতে সেই বাড়ি খুলে দেওয়া হয়। বর্তমানে লালন সেখের পরিবারের লোকজন সেখানে বসবাস করে বলে এলাকা সূত্রে জানা গিয়েছে।