Tarapith: সোমবার থেকে গর্ভগৃহ বন্ধ, তারাপীঠে কোথায় হবে মা তারার পুজো? জানুন
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Tarapith: বিশেষ কিছু তিথিতেই মা তারাকে গর্ভগৃহ থেকে বের করা হয়। কিন্তু সোমবার সকালে তারাপীঠে মা'কে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়।
বীরভূম: বিশেষ কিছু তিথিতেই মা তারাকে গর্ভগৃহ থেকে বের করা হয়। কিন্তু সোমবার সকাল থেকে তারাপীঠে মাকে মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বাইরে আনা হল। অনির্দষ্টকালের জন্য বন্ধ রাখা হল গর্ভগৃহে মা তারার পুজো। কিন্তু কেন?
মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, গর্ভগৃহে সংস্কারের কাজ হবে তাই গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে। পুজো বন্ধ যাতে না থাকে সে কথা মাথায় রেখে মন্দির কমিটি মা তারাকে মূল গর্ভগৃহে থেকে বের করে রাখা হয়েছে মন্দির সংলগ্ন শিবের মন্দিরে। তবে পূণ্যার্থীদের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা নেই। বাকি সবই স্বাভাবিক নিয়মে থাকছে।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার প্যারাসিটামল কিনলে ফার্মেসিতে দিতে হবে নাম-ফোন নম্বর, না জানলে বিপদে পড়বেন!
মন্দির সূত্রে জানা গিয়েছে, গর্ভগৃহের বাইরে মা তারার পুজোর রীতি অনেকদিন ধরে চলে আসছে। সাধারণত কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিতে মা তারাকে মূল গর্ভগৃহে থেকে বের করে পশ্চিম দিকে মা তারার ছোট বোন মুলুটির মায়ের দিকে রাখা হয়, এছাড়াও সোজা রথ এবং উল্টো রথে মা তারাকে মূল গর্ভগৃহের বাইরে বের করা হয়।
advertisement
.আরও পড়ুন: কলকাতা নয়, ভারতের সবচেয়ে সস্তা শহর এটি! সবচেয়ে দামি কোনটি?
তবে এবার মন্দির সংস্কারের জন্য মা তারাকে গর্ভগৃহের বাইরে বের করে শিব মন্দিরে পূজার্চনা করা হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে পূজার্চনা, অন্যদিকে, সোমবার উপলক্ষে শিবমন্দিরেও ভক্তের ঢল। এছাড়া আরতি থেকে ভোগ নিবেদন সব কিছুই আগের মতো সাধারণ নিয়মে চলবে বলে জানান মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় ।
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2023 7:39 PM IST







