কারণ এখানে তৈরি করা হচ্ছে একটি বিশাল আকারের জল ট্যাঙ্ক। যে জল ট্যাঙ্ক নির্মাণ করতেই প্রশাসনিকভাবে খরচ করা হচ্ছে ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পানীয় জল।
আরও পড়ুনঃ কোপাই নদীর পাড় ঘিরে চলছে কংক্রিটের কাজ! ভয়ঙ্কর কান্ড বীরভূমে
advertisement
কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ছোড়ায় যে জল ট্যাংকি তৈরি করা হচ্ছে সেখান থেকে ৬২ কিলোমিটার পর্যন্ত জল পৌঁছে দেওয়া হবে পাইপ লাইনের মাধ্যমে। এই জল ট্যাঙ্কির কাজ নির্মাণ হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়িতে পাইপলাইন পৌঁছে দেওয়ার জন্য আরও এক থেকে দুই কোটি টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ আয়কর ভবনের সামনে সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ, সিউড়িতে রাতভর বোমাতঙ্ক
প্রকল্প বাস্তবায়িত করার জন্য একদিকে যেমন চলছে জল টাংকি তৈরি করার কাজ, ঠিক অন্যদিকে চলছে পাড়ায় পাড়ায় পাইপলাইন বসানোর কাজ। জল সংকট দূরীকরণে বীরভূম জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের আশার আলো দেখাচ্ছে।
Madhab Das