TRENDING:

Birbhum: জল সঙ্কট দূর করতে ৬৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বীরভূমে

Last Updated:

পশ্চিমের জেলাগুলির মধ্যে অন্যতম একটি জেলা হল বীরভূম, যেখানকার অধিকাংশ জায়গায় রুক্ষ মাটির। এই জেলার বিপুল অংশে বছরের পর বছর ধরে রয়েছে জল সংকট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : পশ্চিমের জেলাগুলির মধ্যে অন্যতম একটি জেলা হল বীরভূম, যেখানকার অধিকাংশ জায়গায় রুক্ষ মাটির। এই জেলার বিপুল অংশে বছরের পর বছর ধরে রয়েছে জল সংকট। তবে এবার এই জল সংকট মেটাতে ৬৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, জল সংকট মেটাতে এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ছয়টি জোনে ভাগ করা হয়েছে। এরমধ্যে রয়েছে রাজার পুকুর, দলদলা, গোবিন্দ চক, ছোড়া, জীবধরপুর এবং অমৃতপুর। এছাড়াও এই বিপুল পরিমাণ টাকা দিয়ে খটঙ্গা, মল্লিকপুর, চন্দ্রপুর, নগরী, কড়িধ্যার মতো জায়গায় জল সংকট মেটানো হবে। পুরো প্রকল্প ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে প্রশাসনের। এইসকল এলাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এলাকা হল কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত। সিউড়ি শহর ঘেঁষা এই এলাকায় কয়েক হাজার মানুষের বাস। এলাকার নিকটবর্তী সেরকম কোন নদী না থাকার কারণে প্রতিবছর জল সংকট দেখা যায়। তবে এই প্রকল্পের আওতায় এবার এই এলাকায় জল সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।
advertisement

কারণ এখানে তৈরি করা হচ্ছে একটি বিশাল আকারের জল ট্যাঙ্ক। যে জল ট্যাঙ্ক নির্মাণ করতেই প্রশাসনিকভাবে খরচ করা হচ্ছে ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পানীয় জল।

আরও পড়ুনঃ কোপাই নদীর পাড় ঘিরে চলছে কংক্রিটের কাজ! ভয়ঙ্কর কান্ড বীরভূমে

advertisement

কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের ছোড়ায় যে জল ট্যাংকি তৈরি করা হচ্ছে সেখান থেকে ৬২ কিলোমিটার পর্যন্ত জল পৌঁছে দেওয়া হবে পাইপ লাইনের মাধ্যমে। এই জল ট্যাঙ্কির কাজ নির্মাণ হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়িতে পাইপলাইন পৌঁছে দেওয়ার জন্য আরও এক থেকে দুই কোটি টাকা খরচ করা হবে বলে জানানো হয়েছে।

View More

আরও পড়ুনঃ আয়কর ভবনের সামনে সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ, সিউড়িতে রাতভর বোমাতঙ্ক

advertisement

প্রকল্প বাস্তবায়িত করার জন্য একদিকে যেমন চলছে জল টাংকি তৈরি করার কাজ, ঠিক অন্যদিকে চলছে পাড়ায় পাড়ায় পাইপলাইন বসানোর কাজ। জল সংকট দূরীকরণে বীরভূম জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের আশার আলো দেখাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: জল সঙ্কট দূর করতে ৬৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল