পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই চাষ করা হচ্ছে এবং তার জন্য তারা পাঁচ কাঠা জমিকে ব্যবহার করছেন ড্রাগণ ফ্রুট চাষের জন্য। ওই পাঁচ কাঠা জমিতে ২৯৪টি ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হয়েছে। যেগুলি ইতিমধ্যেই অল্প অল্প করে ফলন দিতে শুরু করেছে। যদি এখানে ড্রাগন ফ্রুট চাষ করে সফলতা পাওয়া যায় তাহলে আরও বড় আকারে তা চাষ করার পরিকল্পনাও রয়েছে তাদের।
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলে সাপ কাণ্ডে শাস্তির কোপে প্রধান শিক্ষক, কী হল তাঁর সঙ্গে
ড্রাগন ফুটের দাম অনেক বেশি হওয়ার কারণে এখান থেকে যে সকল ড্রাগণ ফ্রুট পাওয়া যাবে সেগুলি বিক্রি করে যে অর্থ মিলবে সেই অর্থ দিয়ে পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম করা হবে বলে দাবি করেছেন এলাকার পঞ্চায়েত প্রধান। এর পাশাপাশি পুষ্টির দিক দিয়ে গ্রামের বাসিন্দাদের পুষ্টি পূরণ করতেও পঞ্চায়েতের তরফ থেকে ড্রাগন ফ্রুট দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, কেউ যদি তাদের এই ড্রাগন ফ্রুট চাষ দেখে উদ্বুদ্ধ হন তাহলে তাকে চাষ করার জন্য সহযোগিতাও করা হবে।
আরও পড়ুন: বহিরাগতরা এসে দেউচার কয়লা শিল্প বাতিলের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে? তুঙ্গে বিতর্ক
স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, এখানে যে ড্রাগন ফ্রুট উৎপাদিত হচ্ছে তা গ্রামের বাচ্চারা খাচ্ছে। চিকিৎসকদের থেকে জেনেছি ড্রাগণ ফ্রুট খুবই উপকারী। বাজারে এই ফলের দাম অনেক। তবে পঞ্চায়েতে তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ফলে আমরা এই দামী ফল খাওয়ার সুযোগ পাচ্ছি। এর জন্য আমরা খুব খুশি।
Madhab Das