Birbhum News: বহিরাগতরা এসে দেউচার কয়লা শিল্প বাতিলের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে? তুঙ্গে বিতর্ক

Last Updated:

দেউচা পাচামি কয়লা খনি বাতিলের দাবিতে ফের আদিবাসীদের আন্দোলন। যদিও সেখানে বহিরাগতদের অংশ নেওয়া নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক

+
title=

বীরভূম: গোড়ার বিতর্ক সামলে মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামি কয়লা প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে ক্ষোভ বিক্ষোভ একেবারে মিটে যায়নি। শুক্রবার ফের বীরভূমের জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান আদিবাসীদের একাংশ। তবে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, বহিরাগতদের এনে বিক্ষোভ দেখানো হয়েছে।
দেউচা পাচামি গ্রামসভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে ওই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কয়েকশ আদিবাসীকে নিয়ে কর্মসূচি পালন করা হয়। দাবি তোলা হয়, দেউচা পাচামির কয়লা শিল্প বাতিল করতে হবে।
বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল শেষে বীরভূমের জেলাশাসক বিধান রায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি দাওয়া লিখিতভাবে জেলাশাসককে জানানো হয়। পরে বাইরে বেরিয়ে বিক্ষোভে অংশ নেওয়া আদিবাসী নেতারা জানান, জেলাশাসক আশ্বাস দিয়েছেন দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জন্য কোন‌ও আদিবাসীর কাছ থেকে জোর করে জমি নেওয়া হবে না। পাশাপাশি তাঁদের অন্যান্য দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন জেলাশাসক।
advertisement
advertisement
তবে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। এই মিছিলে উল্লেখযোগ্যভাবে বেশ কিছু আদিবাসীকে দেখা গিয়েছে যারা দেউচা পাচামির বাসিন্দা নন। তাঁদের জিজ্ঞাসা করা হলে বিষয়টি স্বীকারও করে নেন। বলেন, দেউচা পাচামিতে তাদের কোন‌ও জমি নেই। এই বিক্ষোভ আসতে বলা হয়েছিল, তাই তাঁরা এসেছিলেন। এমনকি অনেকে জানেন না যে কী কারণে এই মিছিল!
advertisement
যদিও দেউচা পাচামি গ্রামসভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাঝি পরগনার প্রতিনিধিত্ব করার জন্য হাতেগোনা কয়েকজন বাইরে থেকে এসেছেন। বাকি সবাই গ্রামবাসী। আদিবাসী নেতারা অভিযোগ করেন, যারা শিল্পের পক্ষে কথা বলছেন তারাই এই ধরনের অপপ্রচার করে আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা চালাচ্ছেন।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বহিরাগতরা এসে দেউচার কয়লা শিল্প বাতিলের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে? তুঙ্গে বিতর্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement