East Medinipur News: চুপি চুপি নাবালিকাকে বিয়ে এইচআইভি পজেটিভ যুবকের! কিন্তু শেষ রক্ষা হল না, ফুলশয্যার আগেই যেতে হল হাজতে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
লুকিয়ে লুকিয়ে নাবালিকাকে বিয়ে করে যুবক। লুকিয়ে গিয়েছিল নিজের এইচআইভি পজিটিভ হওয়ার বিষয়টিও। তবে শেষ রক্ষা হল না। পর্দা ফাঁস করলেন আশাকর্মী
পূর্ব মেদিনীপুর: নির্বিঘ্নে মিটেছিল বিয়ের অনুষ্ঠান। ভেবেছিলেন, যাক আর কোনও ভয় নেই। এদিকে ভয়ঙ্কর রোগের কথা লুকিয়েই বিয়ে সেরেছিল গুণধর বর। যদিও নাবালিকাকে বিয়ে করে শেষ রক্ষা হল না। বৌভাতের আগেই পুলিশ ধরে নিয়ে গেল 'গুণধর' স্বামীকে। আর তারপরই জানা গেল ওই যুবক এইচআইভি পজেটিভ! এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে।
নাবালিকা মেয়েকে বিয়ে করে পুলিশের জালে এইচআইভি পজিটিভ বর। ভগবানপুরের আশুতিয়া গ্রামের ঘটনা। বিষয়টি জানাজানি হতে রীতিমত স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে।
বুধবার এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সাতসকালে মেয়ের বাড়িতে হাজির হন স্থানীয় আশা কর্মী। নাবালিকার পরিজনদের প্রশ্ন করেন, কেন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তার বিয়ে দেওয়া হল? খোঁজ নিয়ে জানতে পারেন ছেলের বাড়ি পূর্ব রাধাপুর গ্রামে। এরপরই ওই আশাকর্মী নিজের উদ্যোগে যোগাযোগ করেন পূর্ব রাধাপুর গ্রামের আশা কর্মীর সঙ্গে। এরপরই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে সাপ। জানা যায় বরের নাম শিবশঙ্কর পাত্র। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা এই যুবক এইচআইভি পজেটিভ। তার রীতিমত চিকিৎসা চলছে। এই ভয়ঙ্কর অসুখের কথা লুকিয়েই সে বিয়ের পিঁড়িতে বসেছিল।
advertisement
advertisement
খবর শুনেই চোখ কপালে ওঠে আশুতিয়া গ্রামের আশাকর্মীর। তিনি গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। শেষমেষ ভগবানপুর থানার পুলিশ খবর পেয়ে হাজির হয় পূর্ব রাধাপুর গ্রামের পাত্রের বাড়িতে। অভিযুক্ত বর শিবশঙ্কর পাত্র ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
এই গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি কন্যাপক্ষ। এমনকি গ্রামবাসীরাও নীরব। নাবালিকা কন্যা ও তার বাবা কালিপদ দাসকেও থানায় নিয়ে যায় পুলিশ। নাবালিকাকে বিয়ের অপরাধে ওই এইচআইভি আক্রান্ত যুবকের বর্তমানে পুলিশ হাজতে ঠাঁই হয়েছে।
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 2:03 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: চুপি চুপি নাবালিকাকে বিয়ে এইচআইভি পজেটিভ যুবকের! কিন্তু শেষ রক্ষা হল না, ফুলশয্যার আগেই যেতে হল হাজতে