Hooghly News: গ্রামবাসীর সঙ্গে 'নাকের মিল' খুঁজে পেলেন 'দিদির দূত' নয়না!

Last Updated:

'দিদির দূত' নয়না বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরে গিয়ে এক গ্রামবাসীর সঙ্গে নিজের নাকের মিল খুঁজে পেলেন!

+
title=

হুগলি: জেলায় জেলায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন 'দিদির দুতেরা'। সেই জায়গায় অন্যরকম কনফিডেন্সে দেখা গেল সেলিব্রিটি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার হুগলির তারকেশ্বরে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে এসে তাঁকে বলতে শোনা যায়, দিদির প্রতি মানুষের আস্থা আছে।
শুক্রবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হানা দেয় বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির বাড়িতে। সেই প্রসঙ্গেও সরব হন নয়না। তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থা দিয়ে এইসব চেষ্টা। ওরা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা ভীত নই। আমরা মানুষের কাছে মাথা নত করবো, কিন্তু অন্য কারোর কাছে মাথা নোয়াব না।
advertisement
advertisement
শুক্রবার তারকেশ্বরের মোজপুর শ্মশান-কালী মন্দিরে পুজো দিয়ে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি শুরু করেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে সাধরণ মানুষের সাথে কথা বলেন। বেশ কয়েকজনের সাথে মজার ছলে কথা বলতে দেখা যায় এই সেলিব্রিটি বিধায়ককে। তাঁর নাকের সাথে এক গ্রামবাসীর নাকের মিল খুঁজে পান! আবার কখনও গ্রামবাসীদের চুলের রঙের প্রশংসা করেন। নয়না শুক্রবার তারকেশ্বর বিধানসভার আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে 'দিদির দূত' হিসেবে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন।
advertisement
ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে দমানো যাবে না বলে মন্তব্য করেন নয়না বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, "ইডি-সিবিআই ব্যবহার করে সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলা গেছে?" শেষে বলেন, "সাধারণ মানুষ জানে- শীত-গ্রীষ্ম-বর্ষা, মমতা ব্যানার্জিই ভরসা।"
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: গ্রামবাসীর সঙ্গে 'নাকের মিল' খুঁজে পেলেন 'দিদির দূত' নয়না!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement